অবশেষে ইতিহাস গড়লো ভারত। তৃতীয়বারের চেষ্টায় চাঁদের মাটি স্পর্শ করলো ভারতীয় চন্দ্রযান-৩। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম।
অভিযানের সাফল্য কামনায় ভারতজুড়ে চলছে প্রার্থনা। ইতিহাস গড়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করলো দক্ষিণ এশিয়ার কোনো দেশের প্রথম মহাকাশযান। এর আগে চাঁদে গেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের চন্দ্রযান।
এই মাহেন্দ্রক্ষণ ঘিরে দেশটির প্রস্তুতিও ছিলো চোখে পড়ার মতো। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিট থেকে চাঁদের বুকে অবতরণের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয় ইসরোর ওয়েবসাইট, ফেইসবুক পেজ ও ইউটিউবে।
শিক্ষার্থীরা যেনো স্কুল থেকে অনলাইনে চন্দ্রযান ৩-এর অবতরণ দেখতে পায়, সেজন্য সন্ধ্যায় খোলা রাখা হয় সব স্কুল।
এদিকে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিহাসের সাক্ষী থাকতে সেখান থেকেই ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন তিনি।
২০০৯ সালে ইসরোর চন্দ্রযান ১-এর অনুসন্ধানে থাকা নাসার একটি যন্ত্র চাঁদের পৃষ্ঠে জলের উপস্থিতি শনাক্ত করেছিল। ইসরোর বিজ্ঞানীদের আশা, চাঁদের পিঠে যেখানে পানির চিহ্ন পাওয়া গেছে সেখানে ‘লুনার ওয়াটার আইস’ বা বরফের খোঁজও মিলতে পারে।
পানির সন্ধান মিললে তা মহাকাশ বিজ্ঞানীদের কাছে মূল্যবান সম্পদ হয়ে ধরা দেবে বলেই জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থাটি।
এর আগে ২০১৯ সালে চন্দ্রযান ২ পাঠিয়েছিলো ভারত। কিন্তু সে যাত্রা সফল হয়নি। চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়েছিল মহাকাশযানটি। অতীতের সেই ভুল থেকে অনেক ত্রুটি শুধরে এ বার সাবধানই ছিলো ইসরো। সেই সাবধানতার ফল মিললো সাফল্যে।
চন্দ্রাভিযান-৩ এর সাফল্য নিয়ে এবার বেশ আশাবাদী ছিলেন ইসরোর বিজ্ঞানী থেকে শুরু করে গোটা ভারতবাসী। অভিযানের সাফল্য কামনায় দেশজুড়ে হয়েছে প্রার্থনাও।
গত রোববার চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান নামাতে গিয়ে ব্যর্থ হয়েছে রাশিয়া। চাঁদের মাটিতে ভেঙে পড়ে লুনা-২৫।
রিপোর্টঃ সংগ্রহ











০ টি মন্তব্য