https://gocon.live/

এক্সেলে আসছে পাইথন

নতুন ফিচার নিয়ে এক্সেলে আসছে পাইথন

নতুন ফিচার নিয়ে এক্সেলে আসছে পাইথন নতুন ফিচার নিয়ে এক্সেলে আসছে পাইথন
 
মাইক্রোসফট সম্প্রতি ডাটা এনালিসিস ও ভিজুয়ালাইজেশনে জোর দিচ্ছে। আর তার অংশ হিসেবেই তারা পাইথন ও মাইক্রোসফট এক্সেলের মধ্যে সংযোগ করার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে তারা এটির পাবলিক প্রিভিউ উন্মুক্ত করেছে। নতুন এই পদ্ধতিতে এক্সেল ব্যবহারকারীরা পাইথনের ডাটা পরিবর্তন ও বিশ্লেষণ করতে পারবে। 

মডার্ন ওয়ার্ক এট মাইক্রোসফটের জেনারেল ম্যানেজার স্তেফান কিনেস্ট্র্যান্ড জানিয়েছেন, 'আপনি এখন এক্সেলে পাইথনের ডাটা ম্যানিপুলেট ও এনালাইজ করতে পারবেন। এক্সেলের ফরমুলা, চার্ট, পিভট টেবিল ব্যবহারের মাধ্যমে আপনার পরিকল্পনাকে আরও সুদূরপ্রসারী লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারবেন। এখন আপনারা অ্যাডভান্স ডাটা এনালিটিক্সের মাধ্যমে এক্সেলের পরিচিত পরিবেশে পাইথন সরাসরি ব্যবহার করতে পারবেন। এজন্য আপনাদের শুধু এক্সেল রিবনের সাহায্য নিতে হবে।'

এক্সেলে পাইথনের এই নতুন ব্যবহারের জন্য নতুন কোনো সফটওয়ার ব্যবহার করার প্রয়োজন নেই। বরং এক্সেলে এটি আগে থেকেই ইন্টিগ্রেট হয়ে থাকবে। মাইক্রোসফট নতুন পাই ফাংশনও যুক্ত করবে। এভাবে পাইথনের ডাটা এক্সেল স্প্রেডশিটে সহজে দেখা যাবে। এনাকোন্ডার মত পাইথন রেপজিটরির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে পাণ্ডা, স্ট্যাটসমডেল, ম্যাটপ্লটলিবের মতো পাইথন লাইব্রেরি এখন তারা সহজেই এক্সেস করতে পারবে।

মাইক্রোসফট ক্লাউডে পাইথন ক্যালকুলেশন রান করা হবে ও ফলাফল এক্সেলের স্প্রেডশিটে চলে আসবে। এক্সেল ব্যবহারকারীরা এখন সহজেই ফরমুলা, পিভট টেবল ও পাইথন ডাটা-নির্ভর চার্ট তৈরি করতে পারবে। পাইথনের উদ্যোক্তা গুইডো ভ্যান রোসাম জানিয়েছেন, 'নতুন এই ফিচারটি নিয়ে আমার আগ্রহের শেষ নেই। আশা করি পাইথন ও এক্সেল ব্যবহারকারীরা নতুনভাবে এই দুটো বিষয়কে ব্যবহারের সুযোগ খুঁজে পাবে ও এসবের সম্ভাবনাকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবে। অন্তত কয়েক বছর আগেও আমরা এমন সুবিধা পাওয়ার কথা কল্পনাও করতে পারতাম না।' 








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।