জানা গেছে যে অ্যাপল আগামী মাসে বিশ্ব বাজারে আইফোন ১৫ মডেলটি আনবে। আনুষ্ঠানিক উপস্থাপনার পর নতুন সিরিজের সব মডেলের বৈশ্বিক বাণিজ্যিকীকরণ শুরু হবে।
কয়েকটি সূত্র বলছে, আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস এবং আইফোন ১৫ প্রো— তিনটি মডেলের তুলনায় টপ-অ্যান্ড আইফোন ১৫ প্রো ম্যাক্স বাজারে আসতে কিছুটা দেরি হবে বলে জানা যায়। ঠিক কী কারণে এমন বিলম্ব, তা নিয়ে নিশ্চিত করে এখনো কিছু জানা যায়নি।
আগামী মাসে এর উন্মোচনের পর,আইফোন ১৫ প্রো ম্যাক্স অন্যান্য মডেলের তুলনায় পরে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।
বাজার-বিশ্লেষকরা যার অন্যতম কারণ বলছেন, ক্যামেরা কম্পোনেন্ট সরবরাহকারী সনি প্রো ম্যাক্সের জন্য প্রয়োজনীয় ইমেজ সেন্সর নির্ধারিত সময়ে তৈরি করতে পারেনি।
কয়েকটি খবর সূত্র বলছে, বিপত্তির ফলে টপ-অ্যান্ড প্রো ম্যাক্সসহ অন্য সব মডেল, অর্থাৎ স্ট্যান্ডার্ড, প্লাস ও প্রো মডেল শুরুতেই ক্রেতাদের হাতে আসবে না।
ফলে সেপ্টেম্বর থেকে অক্টোবরে চলে আসবে আইফোন সিরিজের নতুন মডেলগুলো হাতে পেতে।











০ টি মন্তব্য