অনেকেই আছেন, শুনতে যাদের আপত্তি নেই -কেবল কোনো কিছু পড়তে দিলেই তাদের অসুবিধা। এই ব্যক্তিদের জন্য, পড়ে শোনানো কনটেন্ট ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠছে অনলাইনে। বিখ্যাত শার্লক হোমস বা হালের রবার্ট ল্যাংডন সব চরিত্রই এখন অডিও বুকের লিস্টে পাওয়া যাচ্ছে। কিন্তু ওয়েব কনটেন্টের ক্ষেত্রে? পড়তে অনিচ্ছুকরা কী পত্রিকা পড়বে না?
এইব্যক্তিদের কথা মাথায় রেখে, গুগল তার ক্রোম ওয়েব ব্রাউজারের জন্য একটি নতুন বৈশিষ্ট্য ফিচার পরীক্ষা নিরীক্ষা করছে। যার মাধ্যমে ব্রাউজারকে রিডিং মোডে রাখা যাবে এবং ব্রাউজার নিজেই টেক্সট-টু-স্পীচ প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর কাছে লিখিত বিষয়বস্তু পড়বে। লিওপেভা৬৪ জানিয়েছে যে বৈশিষ্ট্যটি আপাতত গুগলের ক্রোমের ব্লিডিং এজ সংস্করণে যুক্ত করা হয়েছে। ভবিষ্যতে সমস্ত ক্রোম ডিভাইসে এই ফিচার থাকবে৷
তবে মাইক্রোসফটের এক্স ব্রাউজার ইতিমধ্যেই একটি টেক্সট-টু-স্পীচ ফিচার যুক্ত করেছে।











০ টি মন্তব্য