https://powerinai.com/

চন্দ্রযান-৩ এর সাফল্য গুগলের ডুডলেও

চন্দ্রযান-৩ এর সাফল্য গুগলের ডুডলেও

চন্দ্রযান-৩ এর সাফল্য গুগলের ডুডলেও চন্দ্রযান-৩ এর সাফল্য গুগলের ডুডলেও
 
চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণ করা বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে ভারত। চন্দ্রযান-৩ এর এই মিশনের সাফল্য যুগান্তকারী। প্রায় পঞ্চাশ বছর আগে মানুষ চাঁদে অবতরণ করেছিল।

তারপরও চাঁদে অভিযানের সাফল্য ছিল এক যুগান্তকারী সাফল্য। বিষুবরেখার পরিবর্তে চাঁদের মেরুতে সফল অভিযান চালানো কঠিন ছিল অনেক। ভারতের আগে চীন, যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন সফলভাবে এই অপারেশন চালায়। দক্ষিণ মেরুতে ভারতের সফল অভিযানের গুরুত্ব সারা বিশ্ব উপলব্ধি করছে। ৯ বিলিয়নের এই ইন্ডাস্ট্রিতে ভারত যে আরেক অগ্রদূত হতে চলেছে তা বোঝাই যাচ্ছে। আর এর সাফল্যের স্বীকৃতি দিতে ইতিমধ্যেই ডুডল প্রকাশ করেছে গুগল। গুগল সবসময় বিশেষ দিনে ডুডল পোস্ট করে। চন্দ্রযান-৩-এর এই সাফল্যকে বাদ রাখেনি।  

নতুন এই ডুডলে গুগলের চিঠিগুলোকে মহাকাশে ভাসতে দেখা যাচ্ছে। চারিদিকে তারার উজ্জ্বল ক্যানভাস। আর গুগলের জন্য 'ও' দেওয়া হয়েছে চাঁদের অ্যানিমেশন। এমনকি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা একটি মহাকাশযানও অ্যানিমেটেড।

চাঁদের দক্ষিণ মেরু বহুদিন ধরেই আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। এই অংশে জ্বালানি, পানি ও অক্সিজেন পাওয়া যাবে বলে অনেকে মনে করেন। এছাড়াও, এখানে মহাকাশযান পাঠানোর মাধ্যমে ভবিষ্যতে মঙ্গল গ্রহে অভিযানের সম্ভাবনা আরও সহজ হবে। গুগল স্বভাবতই এটিকে উদযাপন করবে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।