https://powerinai.com/

আইটি স্কলারশিপ প্রোগ্রাম

আইএসডিবি-বিআইএসইডব্লিউর আইটি স্কলারশিপ প্রোগ্রাম

আইএসডিবি-বিআইএসইডব্লিউর আইটি স্কলারশিপ প্রোগ্রাম আইএসডিবি-বিআইএসইডব্লিউর আইটি স্কলারশিপ প্রোগ্রাম
 
আইএসডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার এবং সৌদি আরবের জেদ্দাস্থ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক -এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি এবং কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইএসডিবি-বিআইএসইডব্লিউ নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন এবং বাস্তবায়ন করে থাকে। 

আইএসডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশের একমাত্র আনুষ্ঠানিক প্রশিক্ষণ প্রোগ্রাম, যেখানে যে কোনো বিভাগ (বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক) থেকে স্নাতক ডিগ্রিধারীরা সম্পূর্ণ বিনামূল্যে, আন্তর্জাতিক মানের ও পেশাদার আইটি প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পান। 
আইটি স্কলারশিপ প্রোগ্রামের কর্তৃপক্ষ চাকরির বাজারের চাহিদাকে গুরুত্ব দিয়ে তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ কোর্সগুলো পরিচালনা করে আসছে। এই কোর্সগুলো তথ্যপ্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পিত ও পরিচালিত হওয়ার কারণে হাজার হাজার স্কলারশিপ সম্পন্নকারী ক্যারিয়ার গড়ায় সাফল্য অর্জন করেছেন। 

সাফল্যের গল্প: 
শফিকুল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স সম্পন্ন করেন। শিক্ষাজীবনে কম্পিউটার বিজ্ঞানে পড়ার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও আর্থিক অসচ্ছলতার কারণে তা হয়ে উঠেনি। পরবর্তীতে শফিকুল আইএসডিবি-বিআইএসইডব্লিউ -এর ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটি করার সুযোগ পান। সফলভাবে কোর্সটি সম্পন্ন করে তিনি বাংলাদেশের একটি আইটি প্রতিষ্ঠানে যোগদান করেন। বর্তমানে তিনি জার্মানির একটি স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান "এলেক্স স্প্রিজ্ঞার ন্যাশনাল মিডিয়া এন্ড টেক" -এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। শফিকুল ইসলাম বলেন “আমার এই ক্যারিয়ারের জন্যে আমি আইএসডিবি-বিআইএসইডব্লিউ কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ”।

মো. ফরিদ আহমেদ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স সম্পন্ন করে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন । কিন্তু ক্যারিয়ার নিয়ে চিন্তিত ছিলেন।  তখনই এক বড় ভাইয়ের কাছে তিনি আইএসডিবি-বিআইএসইডব্লিউ -এর আইটি স্কলারশিপ প্রোগ্রামের কথা জানতে পারেন। তার কোন কম্পিউটার জ্ঞান ছিলনা। তবুও উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি আইটিতে ক্যারিয়ার গঠনের জন্যে স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করেন।  বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তিনি প্রোগ্রামিংয়ের একটি কোর্সে নির্বাচিত হন।  সফলভাবে স্কলারশিপ সম্পন্ন করার পর তিনি একটি আইটি প্রতিষ্ঠানে “সফটওয়্যার ইঞ্জিনিয়ার” হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের “সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আইটি”  হিসাবে কর্মরত আছেন। তিনি গর্বের সাথে বলেন, “এই প্রশিক্ষণ আমার জীবন পাল্টে দিয়েছে।”

সাদীন মাহফুজ একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ করছিলেন। তখন থেকেই গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন এ ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন। বিবিএ সম্পন্ন করার পর তিনি অনলাইনে গ্রাফিক্স ডিজাইন  এর ট্রেনিং খুঁজতে থাকেন। হঠাৎ তিনি একটি পত্রিকায় স্কলারশিপ এর তথ্য জানতে পারেন। সাদীন যথাযথ প্রস্তুতি নিয়ে সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে গ্রাফিক্স, অ্যানিমেশন এন্ড ভিডিও এডিটিং কোর্সটি সম্পন্ন করেন। কোর্স শেষে তিনি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে মোশন গ্রাফিক ডিজাইনার হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।  বর্তমানে তিনি চাকরির পাশাপাশি একটি প্রতিষ্ঠানে গেস্ট টিচার হিসেবে এবং ফ্রিল্যান্সিং করে উন্নত ক্যারিয়ার গড়েছেন ।
শফিকুল, ফরিদ এবং মাহফুজের মতো হাজারো শিক্ষার্থী তাদের ক্যারিয়ার গড়ার জন্য বেছে নিয়েছেন আইএসডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপ প্রোগ্রাম । এখন পর্যন্ত ৯,৪৩২ জন দক্ষ আইটি প্রফেশণাল দেশে এবং বিদেশে ২,৩১৫টি প্রতিষ্ঠানে কাজ করছে।

আবেদনের যোগ্যতা: স্নাতক/ফাজিল পাশ বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/ টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স/ সিভিল/ আর্কিটেকচার/ সার্ভে/ কন্সট্রাকশন) পাশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। 

কোর্স সমূহ: 

স্নাতক/সমমান উত্তীৰ্ণ  শিক্ষার্থীদের জন্য:  
১.  ডাটাবেজ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
২.  এন্টারপ্রাইজ সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন - C#.NET
৩.  এন্টারপ্রাইজ জাভা এন্ড মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
৪.  গ্রাফিক্স, অ্যানিমেশন এন্ড ভিডিও এডিটিং
৫.  নেটওয়ার্কিং টেকনোলজিস
৬.  ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ পিএইচপি এন্ড ফ্রেমওয়ার্ক

৪ বছর মেয়াদি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের জন্য:  
১.  আর্কিটেকচারাল এন্ড সিভিল ক্যাড
২.  প্রফেশনাল ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
৩.  নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর
৪.  গ্রাফিক্স, ভিডিও এডিটিং এন্ড মোশন গ্রাফিক্স
৫.  ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং ASP.NET
৬.  ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপ্লিকেশন এক্সপ্রেস

অনলাইনে আবেদন করার ঠিকানা : https://apply.isdb-bisew.info







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।