কম্পিউটার হোক বা মোবাইল ফোন, হাজারো বিকল্প থাকা সত্ত্বেও ওয়েব ব্রাউজার হিসেবে বিশ্বে সবথেকে বেশি ব্যবহার হয় গুগল ক্রমে। আর কয়েক কোটি ইউজারকে যথাযথ পরিষেবা দিতে টেক জায়ান্ট গুগল-ও প্রায়ই নিজের এই প্ল্যাটফর্মটিকে আপডেট করতে থাকে। কিন্তু তা সত্ত্বেও মাঝেমধ্যেই ক্রম-এর দুর্বলতার কথা সামনে আসে – কখনও বিশাল ইউজারবেসের কারণে হ্যাকাররা ব্রাউজারটিকে টার্গেট করে, তো কখনও আবার এতে ম্যালওয়্যারের উপস্থিতির কথা জানা যায়।
তাছাড়া বিভিন্ন বাগ বা ত্রুটি সম্পর্কে তো ক্রম ব্যবহারকারীদের আকছার সতর্ক করা হয়। সেক্ষেত্রে আপনি যদি দৈনন্দিন কাজের জন্য এই ক্রম ব্রাউজার ব্যবহার করেন, তাহলে আপনার জন্য আজ রয়েছে বিশেষ সতর্কতা। সম্প্রতি গুগল তার বহুল ব্যবহৃত ব্রাউজারে নতুন বাগ খুঁজে পেয়েছে যা আপনার ডিভাইসের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। এই সমস্যা এড়াতে অবিলম্বে ব্রাউজারটিকে লেটেস্ট ভার্সনে আপডেট করা প্রয়োজন।
কম্পিউটার থেকে ক্রম ব্যবহার করেন? এখনই সজাগ হন
হালফিলের একটি ব্লগ পোস্টে গুগল, ক্রোমের জোড়া সিকিউরিটি বাগের উপস্থিতির কথা জানিয়েছে। সংস্থার থ্রেট অ্যানালাইসিস গ্রুপ, ছি বি ই-২০২৩-২০৩৩ ভার্সনে একটি এক্সপ্লয়েটের সন্ধান পেয়েছে, এমনটাই তাদের দাবি। তবে, বাগটি থেকে মূলত ডেক্সটপ বা ল্যাপটপ ইউজারদেরই মাথা ব্যথার কারণ রয়েছে বলে মনে হচ্ছে। কারণ পোস্টে গুগল স্পষ্টভাবে নিশ্চিত করেছে যে আবিষ্কৃত ক্রোমের ত্রুটিটি উইন্ডোজ (উইন্ডোজ), ম্যাক (ম্যাক) এবং লিনাক্স (লিনাক্স) অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসে প্রভাব ফেলছে।
তড়িঘড়ি আপডেট করুন ক্রম ব্রাউজার
খুঁজে পাওয়া এই ইস্যু এড়াতে অবিলম্বে ক্রোম ব্রাউজারের জন্য নতুন আপডেট প্রকাশ করেছে গুগল এবং কম্পিউটার ইউজারদের সেই আপডেট ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কেউ যদি লেটেস্ট ভার্সনে ব্রাউজারটিকে আপডেট না করে পুরনো ভার্সন ব্যবহার করেন, তাহলে তিনি বড়সড় ক্ষতির মুখে পড়তে পারেন!
কীভাবে কম্পিউটারে গুগল ক্রম আপডেট করবেন?
১. গুগল ক্রোম আপডেট করতে প্রথমে আপনার সিস্টেমে ব্রাউজারটি ওপেন করুন।
২. ওয়েব স্ক্রিনের ওপরে ডান দিকে বিদ্যমান থ্রি ডট আইকনে ক্লিক করুন।
৩. এরপর যান ‘সেটিংস’ (Settings)-এ।
৪. এখান থেকে ‘অ্যাবাউট ক্রোম’ (এবাউট ক্রম) অপশনটি বেছে নিন এবং সফ্টওয়্যার ভার্সন চেক করুন।
৫. এক্ষেত্রে ব্রাউজারটি পুরনো সংস্করণে চললে, এটি স্বয়ংক্রিয়ভাবে লেটেস্ট সফ্টওয়্যার ভার্সনে আপডেট হয়ে যাবে।
০ টি মন্তব্য