অনলাইনে নিজের ছবি বা ভিডিও সংরক্ষণের সঙ্গে ফোল্ডার লক করে রাখার সুযোগ আছে গুগল ফটোজে। বাড়তি নিরাপত্তা চাইলে গুগল ফটোজে রয়েছে ফোল্ডার লক ফিচার। চাইলে ফিচারটি অ্যান্ড্রয়েড ফোন, ট্যাব, আইফোন, আইপ্যাড, ম্যাক এবং উইন্ডোস পিসিতে ব্যবহার করা যাবে, যা ডাউনলোড করা যাবে একদম ফ্রি।
প্রথমে ইন্সটল করতে হবে গুগল ফটোজ অ্যাপ। দেখতে হবে এটি হালনাগাদ করা আছে কিনা। এরপর ওপেন করে লাইব্রেরি সিলেক্ট করতে হবে। লাইব্রেরি থেকে ইউটিলিটি অপশনে গিয়ে সিলেক্ট করতে হবে সেটআপ লক ফোল্ডার। তারপর গেট স্টার্ট অপশনে ক্লিক করে যেতে হবে গাইডলাইন পেজে। সেখান থেকে সেটআপ আপশনে ক্লিক করে নিজের পছন্দমতো যেকোনো লক সেটআপ করতে হবে।
লক করা ফোল্ডারে মিডিয়া ফাইল অ্যাড করতে যেতে হবে মুভ আইটেমে। তখনই দেখা যাবে মিডিয়া গ্যালারি। যে মিডিয়া ফাইলটি লক করতে চান তা নির্বাচন করতে হবে। নির্বাচন করা হয়ে গেলে ট্যাপ করুন মুভ অপশনে। মনে রাখতে হবে যদি কোনো কারণে গুগল ফটোজ ডিলিট হয়ে যায় তাহলে ফোল্ডারে থাকা মিডিয়া ফাইলগুলো (ছবি, ভিডিও) ডিলিট হয়ে যাবে।
০ টি মন্তব্য