অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে রাতের বেলায়ও দিনের মতো ছবি তোলা সম্ভব। সঠিক নিয়মে ছবি তুললে ডিএসএল আর তার কাছাকাছি কোয়ালিটি পাওয়া যেতে পারে। রাতের ছবি দিনের মতো করার জন্য অ্যাপের সহযোগিতা নেওয়া যেতে পারে। অ্যাপের নাম হলো ‘জিক্যাম’।
স্মার্টফোনের মডেল অনুযায়ী ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
কিছু স্মার্টফোনে অ্যাপটি সমর্থন নাও করতে পারে। সে ক্ষেত্রে ফোনের নাম ও মডেল নম্বর লিখে গুগলে সার্চ করতে হবে যে অ্যাপটি সমর্থন করবে কিনা। যদি সাপোর্টেড হয়, তাহলে গুগলের মাধ্যমেই জিক্যাম ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
০ টি মন্তব্য