যুক্তরাষ্ট্রভিত্তিক সেমিকন্ডাক্টর কোম্পানি অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস ইনকরপোরেশনের (এএমডি) সঙ্গে একটি অংশীদারত্ব গঠন করেছে স্যামসাং। মূলত দক্ষিণ কোরিয়ার এ কোম্পানি স্মার্টফোনে এএমডির গ্রাফিকস প্রসেসিং ইউনিট যুক্ত করতে এ চুক্তি করেছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম দিকে স্যামসাংয়ের অপেক্ষাকৃত দামি স্মার্টফোনগুলোকে এ প্রযুক্তির আওতায় আনা হবে। তবে ২০২৪ সাল নাগাদ মিড রেঞ্জ ফোনগুলোতেও এএমডির আরডিএনএ গ্রাফিক্স সুবিধা যুক্ত করা হবে।
আরডিএনএ গ্রাফিক্স প্রযুক্তি স্যামসাংয়ের বাজেট ফোনগুলোরও একটি অনন্য বৈশিষ্ট্য হয়ে উঠবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বৈশিষ্ট্যের কারণে প্রতিযোগিতামূলক বাজারে অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে থাকবে প্রতিষ্ঠানটি।











০ টি মন্তব্য