হুয়াওয়ে টেকনোলজিস ও চীনের শীর্ষ চিপ কোম্পানি এসএমআইসি যৌথভাবে উন্নত মানের সাত ন্যানোমিটারের একটি প্রসেসর নিয়ে এসেছে। সেই প্রসেসর দিয়ে যে স্মার্টফোন বানানো হয়েছে, তা রীতিমতো বাজিমাত করে দিয়েছে।
নতুন এই স্মার্টফোনের নাম মেট ৬০ প্রো, যা বানানো হয়েছে চীনে তৈরি নতুন কিরিন ৯০০০ এস চিপ দিয়ে। টেকইনসাইটস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তারা প্রতিবেদনটির একটি কপি রয়টার্সকেও দিয়েছে।
হুয়াওয়ে গত সপ্তাহে মেট ৬০ প্রো মডেলের ফোন বিক্রি শুরু করে। এই ফোন দিয়ে স্যাটেলাইট কলও করা যাবে, যদিও ভেতরের চিপসেটের শক্তিমত্তা সম্পর্কে কিছু বলা হয়নি।
এই ফোনের প্রসেসর প্রথমবারের মতো উন্নত মানের সাত ন্যানোমিটারের প্রযুক্তি দিয়ে তৈরি। রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এ ঘটনা থেকে বোঝা যায়, চীন মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজেরাই চিপের ইকোসিস্টেম তৈরিতে অনেকটা এগিয়ে গেছে।
তবে এ বিষয়ে হুয়াওয়ে বা এসএমআইসি রয়টার্সের সঙ্গে কথা বলতে চায়নি।











০ টি মন্তব্য