করোনাকালে জুমের ব্যবহার বেড়েছে। ভিডিও মিটিং-এর সুবিধা দেওয়া অ্যাপটি দীর্ঘদিনে অসংখ্য নতুন ও ব্যবহার সংবেদনশীল ফিচার নিয়ে এসেছে। অনেকে নতুন এই ফিচারগুলো সম্পর্কে জানেনই না অনেক কিছু। তাই ফোনে অনেক অ্যাপ রাখা হয়। কিন্তু জুমের কিছু ভালো ফিচার আছে যা ব্যবহারে আর সেসব ঝামেলা থাকবে না। নতুন এই ফিচারগুলো নিয়ে আলোচনা করা হলো:
ইমারসিভ ভিউ
জুমে কেউ যখন কথা বলেন তখন তার দিকেই আপনার মনোযোগ থাকে। কিন্তু বাকিরা কি করছে জানার সুযোগ কি? এখানেই ইমারসিভ ভিউ ব্যবহার করতে পারবেন। ইমারসিভ ভিউয়ের মাধ্যমে অন্তত ২৫ জন অংশীদারকে আপনি দেখতে পারবেন বড় স্ক্রিনে।
এভাটার
জুমে এখন আপনি নিজস্ব এভাটার তৈরি করে নিতে পারবেন। ধরুন আপনি কোনো ক্যাজুয়াল মিটিং করছেন। সেখানে আপনার ভিডিও অন করতে ইচ্ছে করছে না। অপরপক্ষের কাছে বিষয়টি অপ্রীতিকর মনে হতে পারে। সেজন্য আপনি এভাটার তৈরি করে রাখতে পারেন। জুমের মেইন স্ক্রিনে গিয়ে সেটিংস কগ থেকে টপ রাইট কর্নারে যান। প্রোফাইল আইকনের নিচে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইফেক্ট নামে একটি অপশন আসবে। তার বাপাশে এভাটার অপশন থাকবে। এখান থেকেই তৈরি করে নিন আপনার এভাটার।
ভিজুয়াল ব্যাকগ্রাউন্ডে পাওয়ারপয়েন্ট দেখান
আপনার ব্যাকগ্রাউন্ডে ব্লার কিংবা কোনো ছবি যুক্ত করা জুমের জনপ্রিয় একটি ফিচার। কিন্তু অনেকেই জানেন না যে আপনি ব্যাকগ্রাউন্ডে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দেখাতে পারবেন। কলে জয়েন করে শেয়ার স্ক্রিন বাটনে ক্লিক করুন। সেখানে অ্যাডভান্স নামে একটি ট্যাব আছে। ওই ট্যাবে 'পাওয়ার পয়েন্ট এজ ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড' এ দুইবার ক্লিক করুন। আপনার পাওয়ারপয়েন্ট ফাইল সিলেক্ট করে নিন। এখানে পাওয়ারপয়েন্ট ভিডিও আকারে আসবে ও আপনি তা রিসাইজ করতে পারবেন।
লাইভ ক্যাপশন
জুমের একটি চমৎকার ফিচার এটি। যদি কারো কথা শুনতে কষ্ট হয় তাহলে এটি কাজে আসে। সেটিংস থেকে বাদিকে মিটিং অপশনে ক্লিক করুন। তারপর ইন মিটিং এডভান্স ক্লিক করুন। স্ক্রল ডাউন করে ক্যাপশন টগল চালু করে দিন।
০ টি মন্তব্য