https://powerinai.com/

নারীরা এগিয়ে রয়েছে ট্যাবলেট ব্যবহারে

নারীরা এগিয়ে রয়েছে ট্যাবলেট ব্যবহারে নারীরা এগিয়ে রয়েছে ট্যাবলেট ব্যবহারে
 
ইন্টারনেট ও মোবাইল ব্যবাহার বাড়লেও গত ১০ বছরে দেশে ব্যক্তিগত পর্যায়ে কম্পিউটারের ব্যবহারের হার খুব একটা বাড়েনি। এই সময়ে কম্পিউটারের ব্যবহার বেড়েছে মাত্র ২ দশমিক ৩ শতাংশ। ব্যক্তিপর্যায়ে নারী-পুরুষ অনুপাতে নারীরা কম্পিউটার ব্যবহারে ১.৭ অনুপাত পিছিয়ে। ল্যাপটপ ব্যবহারে এই ব্যবধান আরো বড়। পুরুষ ৩.৪ আর নারী ১.৯। তবে ট্যাবলেট ব্যবহারে এগিয়ে নারী। এখানে নারী-পুরুষ অনুপাতে দশমিক ১ অনুপাত এগিয়ে নারী।  

বর্তমানে জাতীয় পর্যায়ে কম্পিউটার ব্যবহারের হার ৮ দশমিক ৯ শতাংশ। ব্যক্তি পর্যায়ে কম্পিউটার ব্যবহারে এই হার ৭ দশমিক ৯ শতাংশ। পরিসংখ্যান বলছে, পল্লীতে ৩.৩ এবং শহরে ২৬ শতাংশ খানায় কম্পিউটার রয়েছে।  ৫ বছরের বেশি বয়সীদের মধ্যে গ্রামে ৩.৮ এবং শহরে ২০.৪ শতাংশ হারে পিসি ব্যবহারকারী রয়েছে। এছাড়াও ল্যাপটপ ব্যবহারের এই অনুপাত ১.৭ : ৭.৫ এবং গ্রাম শহরে ট্যাবলেট ব্যবহারের হার ০.৫ ও ৭.১।  

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার জরিপ ২০২৩’ অনুযায়ী, ব্যক্তি পর্যায়ে দেশে কম্পিউটার ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৫ দশমিক ৬ শতাংশ যেটা বৃদ্ধি পেয়ে ২০২২ সালে ৭ দশমিক ৪ শতাংশ এবং ২০২৩ সালে হয়েছে ৭ দশমিক ৯ শতাংশ।

খানা পর্যায়ে কম্পিউটার ব্যবহারকারী সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১৪ দশমিক ৬ শতাংশ এবং সবচেয়ে কম সিলেট বিভাগে ৩ দশমিক ৯ শতাংশ।

কম্পিউটারে টিভি কার্ড লাগিয়ে অনেকে টেলিভিশন দেখলেও দেশের ৬২ দশমিক ২ শতাংশ খানায় রয়েছে টেলিভিশন। ব্যবহারকারীর হার অনুযায়ী ২০১৩ সালে ৪৬ শতাংশ ঘরে টেলিভিশন থাকলেও ২০২২ সালে বৃদ্ধি পেয়ে ৬২ শতাংশ এবং ২০২৩ সালে হয়েছে ৬২ দশমিক ২ শতাংশ।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।