প্রতি বছরের সেপ্টেম্বরে নতুন পণ্যের ঘোষণা দেয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার ইনকর্পোরেটেড। এসব অনুষ্ঠানে টেক জায়ান্ট অ্যাপলের বেশ কিছু নতুন পণ্যের ঘোষণা আসে। তবে বরাবরের মতোই গোটা বিশ্বের আগ্রহ থাকে অ্যাপলের আইফোন নিয়ে।
ব্যতিক্রম হয়নি এবারও। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে ওয়ান্ডারলাস্ট নামক অনুষ্ঠানে আইফোন ১৫ সিরিজের উন্মোচন হয়। পাশাপাশি অ্যাপল ওয়াচ সিরিজ ৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২, আইওএস ১৭ এবং ওয়াচওএস ১০ উন্মুক্ত করা হয়।
মঙ্গলবার উন্মুক্ত হলেও আইফোন-১৫ সিরিজ হাতে পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। উন্মুক্তের এক সপ্তাহের পর আইফোন-১৫ বিক্রির জন্য ভারত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বাজারে আসবে আগামী ২২ সেপ্টেম্বর।
আইফোন-১৫ সিরিজেও থাকছে চারটি মডেল। সেগুলো হলো- ৬.১ ইঞ্চির আইফোন-১৫ প্রো এবং অন্যটি ৬.৭ ইঞ্চির আইফোন-১৫ প্রো ম্যাক্স। যথারীতি থাকছে বেজ ভ্যারিয়েন্ট আইফোন-১৫ এবং আইফোন-১৫ প্লাস।
মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের আইফোন ব্যবহারের স্বপ্ন দেখেন অনেকেই। অনেকেরই ধারণা ছিল, আইফোন-১৫ সিরিজের হ্যান্ডসেটগুলোর দাম আগের তুলনায় বাড়বে। তবে আইফোন-১৫ সিরিজের ক্ষেত্রে আগের দামই বহাল রেখেছে অ্যাপল।
তবে ভারতের বাজার থেকে যারা আইফোন-১৫ কিনতে যাচ্ছেন, তাদের জন্য বড় দুঃসংবাদ রয়েছে। আইফোন-১৫ সিরিজের ফোনগুলো কিনতে সবচেয়ে বেশি খরচ হবে ভারতের বাজারে। বিশেষ করে প্রো ম্যাক্স মডেল কিনতে গেলে পকেট থেকে বড় অঙ্কের টাকা গুনতে হবে।
ভারতের বাজারে আইফোনের নতুন সিরিজের প্রো মডেলের হ্যান্ডসেটগুলোর দাম পাঁচ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ছয় হাজার টাকার বেশি) বেড়েছে। অন্যদিকে, প্রো ম্যাক্স মডেলের দামও ২০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৬ হাজার টাকার বেশি) বেড়েছে।
গুঞ্জন থাকলেও আগের মডেলগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন-১৫ সিরিজের দাম বাড়েনি। এছাড়া দুবাই, ভিয়েতনাম, হংকং, কানাডা, জাপানের মতো দেশগুলোর বাজারেও ভারতের চেয়ে তুলনামূলক কম মূল্যেই পাওয়া যাবে আইফোন-১৫ সিরিজের হ্যান্ডসেটগুলো।











০ টি মন্তব্য