এক বছর পরীক্ষামূলক কার্যক্রমের পর অনলাইন কেনাকাটার সুবিধা ‘টিকটক শপ’ চালু করেছে টিকটক। নতুন এ সুবিধায় টিকটক অ্যাপের মধ্যেই শপ বাটন যুক্ত করা হয়েছে, যেখানে ক্লিক করে সহজে অনলাইনে বিভিন্ন পণ্য কেনা যাবে। এর ফলে ভিডিও দেখার সময় বাটনটিতে ট্যাপ করে অনলাইন মার্কেটপ্লেস থেকে পণ্য কেনা যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন।
এক ব্লগ বার্তায় টিকটক জানিয়েছে, টিকটক শপের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ড ও নির্মাতারা দর্শকদের পছন্দের ওপর ভিত্তি করে পণ্য বিক্রি করতে পারবেন। টিকটক শপ ট্যাবে ক্লিক করে ব্যবহারকারীরা বিভিন্ন পণ্যের অনুসন্ধানও করতে পারবেন। শুধু তা–ই নয়, পণ্য নির্বাচনের পর টিকটক অ্যাপ থেকেই অর্ডার করা যাবে। এর ফলে ভিডিও নির্মাতারা তাঁদের লাইভ ভিডিও এবং ফিডে পণ্য ট্যাগ সুবিধা যুক্ত করে বিভিন্ন পণ্য বিক্রি করতে পারবেন।











০ টি মন্তব্য