https://powerinai.com/

এওসির সঙ্গে প্রতিযোগিতায় শাওমি, এসার ও আসুস

এওসির সঙ্গে প্রতিযোগিতায় শাওমি, এসার ও আসুস এওসির সঙ্গে প্রতিযোগিতায় শাওমি, এসার ও আসুস
 

গেমিং খাতের সঙ্গে এর বিভিন্ন যন্ত্রাংশের জনপ্রিয়তা ও চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। বর্তমানে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি গেমারদের জন্য বিবিধ পণ্য তৈরি করছে। যার মধ্যে স্মার্টফোন, কিবোর্ড, মাউস ও হেডফোন রয়েছে। এগুলো ছাড়াও মনিটর অন্যতম। মনিটরের বৈশ্বিক বাজারে এসার, শাওমি, এওসি ও আসুস শীর্ষে থাকার প্রতিযোগিতা করছে। সম্প্রতি এ-সংক্রান্ত এক জরিপ পরিচালনা করেছে রুন্টো।


রুন্টোর জরিপের বরাতে গিজমোচায়নায় প্রকাশিত খবরের তথ্যানুযায়ী, বিশ্ববাজারে শীর্ষ তিনে রয়েছে এওসি, এইচকেসি ও টাইটাস গেমিং। ষষ্ঠ অবস্থান থেকে বড় অর্জনের মাধ্যমে চতুর্থ স্থানে এসেছে শাওমি। মূলত পি২৭কিউবিসি-আরজি ও এ২৪এফএএ-আরজি মডেল প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। বৈশ্বিক পর্যায়ে চীন অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। বিপুল জনসংখ্যা ও প্রযুক্তিতে আগ্রহ থাকায় অনেক কোম্পানি এখানকার বাজার লক্ষ্য করে কার্যক্রম পরিচালনা করে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের আগস্টে চীনের অনলাইন গেমিং মনিটর বাজার শক্তিশালী প্রবৃদ্ধি দেখতে পেয়েছে। সেখানে মনিটর বিক্রির পরিমাণ ৩ লাখ ৫২ হাজার ইউনিট ছাড়িয়েছে। বছরওয়ারি হিসেবে তা ৩৬ এবং মাসওয়ারি ১২ শতাংশ বেড়েছে।


রুন্টোর জরিপ ও প্রতিবেদনের তথ্যানুযায়ী এওসি শীর্ষে রয়েছে। তবে বছরওয়ারি হিসেবে কোম্পানির পণ্য বিক্রি বা জাহাজীকরণ বেড়েছে মাত্র ৫ শতাংশ।


এওসির বিক্রি বেশি না বাড়লেও সেদিক থেকে এইচকেসির জাহাজীকরণ দ্বিগুণ বেড়েছে। বছরওয়ারি হিসেবে এ হার ১০০ শতাংশ। টাইটান গেমিংয়েরও বছরওয়ারি বিক্রি ২৬ শতাংশ বেড়েছে। 


সহজলভ্যতা ও দামের ব্যাপারে সচেতন হওয়ায় শাওমি শীর্ষ চারে জায়গা করে নিতে পেরেছে বলে মনে করছেন প্রযুক্তিবিশারদরা। অন্য প্রতিযোগীদের তুলনায় শাওমি কম দামে মনিটর সরবরাহ করে থাকে। কিন্তু পারফরম্যান্স ও ফিচারের দিক থেকে দামি মনিটরের মতোই সুবিধা দিয়ে থাকে।









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।