ভিআর হেডসেট ব্যবহার না করেও আগামীতে নিজের ইচ্ছেমতো মেটাভার্স (ভার্চ্যুয়াল বিশ্ব) তৈরির মাধ্যমে ভার্চ্যুয়াল জগতের অভিজ্ঞতা নিতে পারবেন আগ্রহীরা। কেননা এবার স্মার্টফোন ও কম্পিউটারেও ব্যবহারের সুযোগ তৈরি করছে মেটার তৈরি ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তির সামাজিক প্ল্যাটফর্ম ‘হরাইজন ওয়ার্ল্ডস’।
গ্যাজেট ৩৬০ জানিয়েছে, ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে শিগগিরই আরও বেশ কয়েকটি দেশে হরাইজন ওয়ার্ল্ডস চালু করতে আগ্রহী মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। এরই ধারাবাহিকতায় ভিআর হেডসেটের পাশাপাশি স্মার্টফোন ও কম্পিউটারে হরাইজন ওয়ার্ল্ডস প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ চালু করতে যাচ্ছে মেটা।
মেটা জানিয়েছে, ব্যবহারকারী যে যন্ত্রই ব্যবহার করুক না কেন মেটাভার্স সবার জন্য সহজলভ্য হওয়া উচিত। কোয়েস্ট ভিআর হেডসেট মেটাভার্স ব্যবহারের সবচেয়ে ভালো পদ্ধতি হলেও একাধিক যন্ত্র ব্যবহারের সুযোগ থাকা প্রয়োজন। আরও বেশি মানুষের কাছে ভার্চ্যুয়াল বিশ্ব উন্মুক্ত করার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে হরাইজন ওয়ার্ল্ডস চালু করা হয়। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড ও স্পেনে হরাইজন ওয়ার্ল্ডস ব্যবহার করতে পারেন। ব্যবহারকারিদের সুবিধার্থে সম্প্রতি হরাইজন ওয়ার্ল্ডসের জন্য ভয়েস চ্যাট ও অবতারের অবস্থান নিয়ন্ত্রণে বেশ কিছু নিরাপত্তা–সুবিধা চালু করেছে মেটা।











০ টি মন্তব্য