https://powerinai.com/

আইফোন ১৫ বাজারে আসছে ২২ সেপ্টেম্বর

আইফোন ১৫ বাজারে আসছে ২২ সেপ্টেম্বর আইফোন ১৫ বাজারে আসছে ২২ সেপ্টেম্বর
 

প্রতি বছরের সেপ্টেম্বরে নিজেদের নতুন সব পণ্যের ঘোষণা দেয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার ইনকর্পোরেটেড। অনুষ্ঠানটির দিকে তাকিয়ে থাকেন পুরো বিশ্বের প্রযুক্তিপ্রেমীরা। এসব অনুষ্ঠানে বেশ কিছু নতুন পণ্যের ঘোষণা আসে।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে ওয়ান্ডারলাস্ট নামক অনুষ্ঠানে আইফোন-১৫ এবং আইওএস ১৭ উন্মুক্ত হবে। পাশাপাশি গত বছর বাজারে আসা আইফোন-১৪ সিরিজের হ্যান্ডসেটও আপডেট করা হবে।


অ্যাপলের আইফোন নিয়ে গোটা বিশ্বের আগ্রহ বরাবরই থাকে তুঙ্গে। ব্যতিক্রম হচ্ছে না আইফোন-১৫ এর বেলায়ও। মঙ্গলবার উন্মুক্ত হলেও আইফোন-১৫ সিরিজ হাতে পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। উন্মুক্তের এক সপ্তাহের পর আইফোন-১৫ বিক্রির জন্য বাজারে আসবে আগামী ২২ সেপ্টেম্বর।

গেল বছরের মতো আইফোন-১৫ সিরিজেও থাকছে চারটি মডেল। সেগুলো হলো- ৬.১ ইঞ্চির আইফোন-১৫ প্রো এবং অন্যটি ৬.৭ ইঞ্চির আইফোন-১৫ প্রো ম্যাক্স। এছাড়া, থাকছে আইফোন-১৫ এবং আইফোন-১৫ প্লাস।


প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, অক্টোবরের আগে আইফোন-১৫ প্রো ম্যাক্স বাজারে আসার সম্ভাবনা। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মডেলটিকে ম্যাক্স থেকে আল্ট্রাতে রিব্র্যান্ড করতে পারে অ্যাপল।

আগের মডেলগুলোর তুলনায় আইফোন-১৫ সিরিজের হ্যান্ডসেটগুলোতে যৎসামান্য পরিবর্তন থাকবে। অন্যান্য ফোন নির্মাতারা হ্যান্ডসেটের পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করলেও অ্যাপল এবারও সেই পথে হাঁটেনি।


আইফোন-১৫ স্মার্টফোনটিতে এ১৬ বায়োনিক চিপসেট থাকলেও আইফোন-১৫ প্রোতে থাকবে এ১৭ বায়োনিক চিপসেট। তিন ন্যানোমিটারের অত্যাধুনিক প্রসেসর চিপটি নির্মাণ করেছে তাইওয়ানের প্রতিষ্ঠান টিএসএমসি। এই চিপের মাধ্যমে ফোনের ব্যাটারির আয়ু আরও বাড়বে।

আইফোনের এবারের সংস্করণে বাড়তে পারে ব্যাটারির আকার। আইফোনের প্রিমিয়াম মডেল দুটির ফ্রেমে টাইটানিয়াম চেসিস ব্যবহার হতে পারে। স্টিলের চেয়ে টাইটানিয়াম হালকা এবং মজবুত। আইফোন-১৫ প্রো ম্যাক্সে থাকবে নতুন পেরিস্কোপ জুম ক্যামেরা। এর মাধ্যমে আরও দীর্ঘ জুম করা যাবে।









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।