অদ্য ১৬, সেপ্টেম্বর '২৩ বনানীস্থ হোটেল গ্যালেসিয়া এন্ড রিসোর্ট এ সন্ধ্যা ৭:৩০ মি. "ইপল্লী সেলিব্রেশন গালা : ইনভেস্টর মিট আপ এন্ড অ্যাপস লঞ্চিং " অনুষ্ঠিত হয়।
ইপল্লী একটি এগ্রি প্রপার্টিটেক স্টার্টআপ
ইপল্লী এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহি মুর্শিদ আহমেদ,
অ্যাডভাইজার, বি এস আর এম গ্রুপ,
সিদ্ধার্ত গোস্বামী, হেড অব অপারেশন এন্ড কোঅর্ডিনেশন, BIG ( বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট), আইসিটি ডিভিশন. এবং অন্যান্য স্টেকহোল্ডার ।
অনুষ্ঠানে ইপল্লী'র ফাউন্ডার জুনায়েদ আহমেদ বলেন, আমাদের পিটুপি লেন্ডিং অ্যাপস ও সহজ খামারী অ্যাপস এর মাধ্যমে, আমরা মূলত ভূমিহীন ও দুস্থ কৃষকদেরকে জমি ব্যবস্থাপনা, পরামর্শ ও প্রশিক্ষণ, অর্থায়ন সহ সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন কৃষি যন্ত্রপাতি ও আধুনিক ফার্মিং টেকনোলজি সরবরাহ করে থাকি । এবং ফসল উৎপাদন সম্পূর্ণ হওয়ার পরে, আমরা আমাদের নিজস্ব সরবরাহ চেইনের মাধ্যমে বিক্রি করে উভয় পক্ষের মধ্যে লভ্যাংশ বণ্টন করে থাকি ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কো-ফাউন্ডার ও সি এফ ও মোহাম্মদ আলী সোহেল, কো- ফাউন্ডার ও সিপিও আব্দুস ছালাম মামুন ও কো- ফাউন্ডার ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।











০ টি মন্তব্য