https://powerinai.com/

এগ্রো প্রোফার্টি-টেক স্টার্টআপ “ইপল্লীর ইনভেস্টর মিটআপ” অনুষ্ঠিত

এগ্রো প্রোফার্টি-টেক স্টার্টআপ “ইপল্লীর ইনভেস্টর মিটআপ” অনুষ্ঠিত এগ্রো প্রোফার্টি-টেক স্টার্টআপ “ইপল্লীর ইনভেস্টর মিটআপ” অনুষ্ঠিত
 
অদ্য ১৬, সেপ্টেম্বর '২৩ বনানীস্থ হোটেল  গ্যালেসিয়া এন্ড রিসোর্ট এ সন্ধ্যা  ৭:৩০ মি. "ইপল্লী  সেলিব্রেশন গালা : ইনভেস্টর মিট আপ এন্ড অ্যাপস লঞ্চিং " অনুষ্ঠিত হয়।
ইপল্লী একটি এগ্রি প্রপার্টিটেক স্টার্টআপ  
ইপল্লী এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহি মুর্শিদ আহমেদ, 
অ্যাডভাইজার, বি এস আর এম গ্রুপ,
সিদ্ধার্ত গোস্বামী,  হেড অব অপারেশন এন্ড কোঅর্ডিনেশন, BIG ( বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট), আইসিটি ডিভিশন. এবং অন্যান্য স্টেকহোল্ডার । 

অনুষ্ঠানে ইপল্লী'র ফাউন্ডার জুনায়েদ আহমেদ বলেন, আমাদের পিটুপি লেন্ডিং অ্যাপস ও সহজ খামারী অ্যাপস এর মাধ্যমে, আমরা মূলত ভূমিহীন ও দুস্থ কৃষকদেরকে জমি ব্যবস্থাপনা, পরামর্শ ও প্রশিক্ষণ, অর্থায়ন সহ সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন কৃষি যন্ত্রপাতি ও  আধুনিক ফার্মিং টেকনোলজি সরবরাহ করে থাকি । এবং ফসল উৎপাদন সম্পূর্ণ হওয়ার পরে, আমরা আমাদের নিজস্ব সরবরাহ চেইনের মাধ্যমে বিক্রি করে উভয় পক্ষের মধ্যে লভ্যাংশ বণ্টন করে থাকি ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কো-ফাউন্ডার ও সি এফ ও মোহাম্মদ আলী সোহেল, কো- ফাউন্ডার ও সিপিও আব্দুস ছালাম মামুন ও কো- ফাউন্ডার ইয়াসির  আরাফাত উপস্থিত ছিলেন।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।