হুমকী দিয়ে মঙ্গলবার দিন-ভর বাংলাদেশী সাইটে সাইবার হামলা চালানোর দাবি করেছে কথিত ভারতীয় একটি হ্যাকার গ্রুপ। হামলার পর তারা বেশ কয়েকটি সাইটের স্ক্রিনশর্ট শেয়ার করেছে নিজেদের গ্রুপে। কোন সময় সাইট ডাইন ছিলো সেটি চেক করতে একটি লিংক ও সরবরাহ করেছে গ্রুপটি। সেখানে দুটি বেসরকারি হাসপাতাল ও একটি সামরিক ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আক্রমণ চালানোর দাবি করেছে।
এর বাইরেও সরকারি গুরুত্বপূর্ণ আরো তিনটি সংস্থার ওয়েবসাইটেও আঘাত হানার দাবি করেছে গ্রুপটি। হ্যাক করে প্রাপ্ত ইমেইল, পাসওয়ার্ড, ফোন নাম্বার ঠিকানা এবং ট্রানজেকশেন সংক্রান্ত একটি স্ক্রিনশর্ট শেয়ার করা হয়েছে। সেখানে যুক্ত করা হয়েছে ডার্ক ওয়েবে তথ্য বেচাকেনার একটি লিংকও।
টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে এই দাবি করা হয়।
তবে হ্যাকারদের দাবি-তে ভীত হওয়ার কারণ নেই জানিয়েছে ‘ওয়েবসাইটগুলো সুরক্ষিত’ বলে মন্তব্য করেছেন বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম খান। প্রতিটি খাতে ইন্ডাস্ট্রি সার্ট গঠনের ওপর গুরুত্ব দিয়ে ডেটাবেজ সুরক্ষিত রাখতে সব সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক।
একইভাবে হ্যাকাররা দুটি বেসরকারি হাসপাতাল এবং নৌবাহিনীর ওয়েবসাইটে আক্রমণ চালানোর যে দাবি হ্যাকাররা করেছে তার কোন প্রমাণ পাওয়া পায়নি এই প্রতিবেদক। তিনি এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত লিংকগুলো সচল দেখতে পেয়েছেন।
এ বিষয়ে বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক প্রকৌশলী সাইফুল আলম খান বলেছেন, দিন ক্ষণ ঠিক করে নয়, সাইবার হামলা যে কোন সময়ই হতে পারে। আজ তিনটি সাইটে ডিডস হামলা চালানো হয়েছিলো। আক্রান্ত সাইটগুলো অল্পসময়ের মধ্যেই সচল করা হয়েছে। তাই সাইবার হামলার বিষয়ে সতর্ক থাকার কোন বিকল্প নেই।











০ টি মন্তব্য