শরীয়তপুরের গোসাইরহাটে মোবাইল ফোনের ব্যাটারি বিস্ফোরণে আনিসুর রহমান (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দাসের জঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আনিসুর রহমান বরিশালের মুলাদী এলাকার মৃত আব্দুল হাকিম সরদারের ছেলে। গোসাইরহাটের দাসের জঙ্গল এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি।
আহত আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, চট্টগ্রামে জাহাজে কাজ করতাম। সম্প্রতি ছুটিতে গোসাইরহাটে একটি ভাড়া বাসায় গিয়েছিলেন। মঙ্গলবার রাতে আমি একটি পুরানো রেডমি ৮ মোবাইল ফোনে পিন দিয়ে খোঁচা দিয়েছিলাম যার ফলে ব্যাটারি ফুলে যায়। গর্তটি ড্রিল করার সময় ব্যাটারিটি বিস্ফোরিত হয়ে আমার উপর পড়ে। এতে আমার বুকের কিছু অংশ পুড়ে যায়। গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন তিনি। আমি এখনও খুব অসুস্থ. প্রয়োজনে আবার হাসপাতালে যাব।
গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান জানান, মোবাইলের ব্যাটারি বিস্ফোরণে একজন আহত হয়ে চিকিৎসার জন্য এসেছেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।











০ টি মন্তব্য