রাজধানীর আগারগাঁওয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট বিসিএস কম্পিউটার সিটিতে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী কম্পিউটার মেলা। 'সিটি আইটি মেগা ফেয়ার-২০২৩' নামের এই মেলায় ক্যাশব্যাক ও লটারির পাশাপাশি ডিসকাউন্টের মাধ্যমে বিভিন্ন পুরস্কার পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় বিনামূল্যে প্রবেশের মাধ্যমে ক্রেতাদের পাশাপাশি দর্শনার্থীরাও পুরস্কার জেতার সুযোগ পাবেন।
মেলার আয়োজন প্রসঙ্গে বিসিএস কম্পিউটার সিটির সভাপতি আল মাজহার ইমাম চৌধুরী বলেন, মেলায় স্পন্সর প্রতিষ্ঠানসহ ১৬০টি প্রতিষ্ঠান সর্বাধুনিক প্রযুক্তি পণ্য প্রদর্শন করবে। এই পণ্যগুলিতে সর্বোচ্চ ৫ শতাংশ ছাড় সহ ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। এছাড়াও কুপনের মাধ্যমে প্রতিদিন পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়া মেলা শেষে লটারির মাধ্যমে দুজন ক্রেতাকে মোটরবাইক দেওয়া হবে।
বিসিএস কম্পিউটার সিটির দুই বছর পূর্তি উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার স্লোগান হচ্ছে 'টেকনোলজি, হাইওয়ে টু স্মার্ট বাংলাদেশ'। এই মেলায় গেমস প্রতিযোগিতার পাশাপাশি চিত্রাঙ্কন ও ফেসবুক রিল তৈরির প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।
মেলার পৃষ্ঠপোষকতা করেছে আসুস, দাহুয়া, এপসন, এইচপি, হিকভিশন, ইনফিনিক্স, লেনোভো ও এনএসআই।











০ টি মন্তব্য