https://powerinai.com/

সাইবার দুর্বৃত্তদের মোকাবেলায় যৌথ ভাবে কাজ করবে ভারত-বাংলাদেশ : পলক

সাইবার দুর্বৃত্তদের মোকাবেলায় যৌথ ভাবে কাজ করবে ভারত-বাংলাদেশ : পলক সাইবার দুর্বৃত্তদের মোকাবেলায় যৌথ ভাবে কাজ করবে ভারত-বাংলাদেশ : পলক
 
ভারত ও বাংলাদেশ যৌথভাবে তাদের সাইবার স্পেস নিরাপদ রাখবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন যখন একজন বিশ্বস্ত, শক্তিশালী ঘনিষ্ঠ বন্ধু সাইবার জোটের মাধ্যমে আশেপাশে থাকে তখন আত্মবিশ্বাস বাড়ে।

এখন বাংলাদেশসহ সারা বিশ্ব সাইবার স্পেসে আক্রান্ত হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সাইবার ইমার্জেন্সি রেসপন্স টিমের পাশাপাশি ভারতের সাইবার ইমার্জেন্সি রেসপন্স টিম আসছে বলে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী। আমরা বিশ্বাস করি, জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূলে আমরা সত্যিকারের হয়ে বিশ্বজুড়ে সাইবারস্পেসকে নিরাপদ রাখব।

এ প্রসঙ্গে জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ভারত বা বাংলাদেশের সাইবার স্পেস ব্যবহার করে কোনো সাইবার অপরাধী যাতে সক্রিয় হতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার সকালে মহড়ার সমাপনী দিনে বিসিসির সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী সাইবার মৈত্রী মহড়ার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।

বিসিসির নির্বাহী পরিচালক রঞ্জিত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, আইএসটি বিভাগের সচিব মোঃ শামসুল আরেফিন, সিইআরটি-ইন্ডিয়া অপারেশনস ডিরেক্টর এস এস সরমা প্রমুখ।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।