নোকিয়া-ব্র্যান্ডের ফোন নির্মাতা এইচএমডি গ্লোবাল প্রথম শীর্ষস্থানীয় স্মার্টফোন কোম্পানি হয়ে উঠেছে যারা ইউরোপে ডিভাইসটি বিক্রি শুরু করেছে। কোম্পানিটি 'মেইন ইন হাঙ্গেরি' ফাইভজি মডেল নিয়ে এই যাত্রা শুরু করেছে। মূলত, এইচএমডি গ্লোবাল গ্রাহকদের ডেটা সুরক্ষা উদ্বেগ কমাতে ইউরোপে ডিভাইস তৈরি করছে। খবর রয়টার্স।
এইচএমডি গ্লোবালের সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং সিইও জিন-ফ্রাঙ্কোইস বারিল বলেছেন, "আমরা আমাদের স্বাক্ষরযুক্ত ফাইভজি স্মার্টফোন, নকিয়া এক্সআর২১, ইউরোপে লঞ্চ করতে পেরে আনন্দিত৷
এর আগে গত ফেব্রুয়ারিতে ইউরোপে স্মার্টফোন উৎপাদনের ঘোষণা দেয় এইচএমডি গ্লোবাল।











০ টি মন্তব্য