https://powerinai.com/

পাঁচ মাসে ভারতের সেলফোন রফতানি দ্বিগুণ

পাঁচ মাসে ভারতের সেলফোন রফতানি দ্বিগুণ পাঁচ মাসে ভারতের সেলফোন রফতানি দ্বিগুণ
 
চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ভারতের সেলফোন রপ্তানি প্রায় দ্বিগুণ হয়েছে। এই সময়ে দেশটি ৫৫০ মিলিয়ন ডলারের সেলফোন রপ্তানি করেছে। ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (আইসিইএ), ভারতের মোবাইল উৎপাদনকারী সংস্থাগুলির সংগঠন এই তথ্য জানিয়েছে।

ICEA-এর মতে, আগের বছরের একই সময়ে অর্থাৎ এপ্রিল থেকে আগস্ট ২০২২-এর মধ্যে ভারত থেকে সেলফোন রপ্তানি ছিল প্রায় ৩০০ কোটি ডলারের। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, আইফোন নির্মাতা অ্যাপল প্রায় ২.৭৬ বিলিয়ন ডলারের সেলফোন রপ্তানি করেছে। অর্থাৎ মোট রপ্তানির সিংহভাগই এসেছে আইফোন থেকে। কিন্তু বিষয়টি নিয়ে  

অ্যাপলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
আইসিইএ চেয়ারম্যান পঙ্কজ মহিন্দ্রু পিটিআইকে বলেছেন যে ভারতের সেলফোন রপ্তানি 80 শতাংশের বেশি বেড়েছে। এটি খাতের সামগ্রিক ইতিবাচক প্রবণতাকে ধরে রেখেছে।

তিনি বলেন, 'ভারত বৈশ্বিক মূল্য শৃঙ্খলে একটি আকর্ষণীয় গন্তব্য হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। এখানে ইতিবাচক সম্ভাবনা রয়েছে।'

ভারতীয় সেলফোন বাজারে দীর্ঘদিন ধরেই চীনা তৈরি সেলফোনের আধিপত্য রয়েছে। কিন্তু এখন ভারতীয় সেলফোন নির্মাতারা চীনের এই বাজার দখলের চেষ্টা করছে। যদিও দেশে বিক্রি হওয়া সেলফোনের অন্তত ৬০ শতাংশ চীনে তৈরি।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।