মোবাইল ফোন এখন শুধু কথা বলা বা ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ নয়। দৈনন্দিন জীবন সহজ করতে স্মার্টফোনগুলি অনেক অতিরিক্ত ফাংশন অফার করে। আর এসব কাজের জন্য প্রয়োজন সেন্সর। আজকাল, বেশিরভাগ স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে। আর এই ফিচারের মাধ্যমে যেমন দ্রুত স্মার্টফোন আনলক করা যাবে, তেমনি ফোনের নিরাপত্তাও বজায় রাখা যাবে। কিন্তু অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ঠিকমতো কাজ করে না। ফলে অনেক ঝামেলায় পড়তে হয়। আর এমন সময়ে ফোন আনলক করা বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু এই পরিস্থিতি মোকাবেলার বিভিন্ন উপায় আছে। যা নিয়ে আমরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করব।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পরিষ্কার করুন: অনেক সময় মোবাইল ফোনের ধুলো জমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করা বন্ধ করে দেয়। তাই মাঝে মাঝে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পরিষ্কার কাপড় বা মাইক্রো ফাইবার কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে।
সঠিকভাবে আঙ্গুলের ছাপ সেট করুন: বেশিরভাগ ব্যবহারকারী একটি ডিভাইসে প্রথমবার একটি আঙ্গুলের ছাপ সেট আপ করার সময় সম্পূর্ণ আঙুল ব্যবহার করেন। আর যতবার তালা খোলা হয় স্বাভাবিকভাবেই আঙ্গুলের ছাপ ঠিকমতো দেয় না, আর এটাই সমস্যা। তাই স্মার্টফোন আনলক করার সময় সচেতনভাবে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা উচিত।
আঙ্গুলের ছাপ সেট করার সময় একাধিক আঙ্গুলের ছাপ ব্যবহার করুন : কিছু স্মার্টফোন মডেল দুই বা ততোধিক আঙ্গুলের ছাপ দিয়ে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করার অনুমতি দেয়। তাই ফিঙ্গারপ্রিন্ট লক সেট করার সময় একটির পরিবর্তে দুই বা তিনটি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করুন।
সফটওয়্যার আপডেট: স্মার্টফোন অপারেটিং সিস্টেম এবং প্যাচ সবসময় আপডেট রাখুন। কারণ অনেক সময় সফটওয়্যার আপডেট না করলেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ঠিকমতো কাজ করে না।
স্মার্টফোনটি রিবুট করুন: উপরের সমস্ত পদ্ধতির পরেও যদি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কাজ না করে তবে আপনি আপনার স্মার্টফোনটি রিবুট করার চেষ্টা করতে পারেন।











২ টি মন্তব্য
Md Kamal
২০২৪-০৬-০৭ ২২:৫০:০০পিংগার কাজ করে না
Md Shahadat Hossen
২০২৪-০৬-১৯ ১১:৫৫:১৩shahadat