https://gocon.live/

স্মার্ট অ্যাপে ২ ঘণ্টা অন্তর ভোটের হিসাব পাওয়া যাবে

স্মার্ট অ্যাপে ২ ঘণ্টা অন্তর ভোটের হিসাব পাওয়া যাবে স্মার্ট অ্যাপে ২ ঘণ্টা অন্তর ভোটের হিসাব পাওয়া যাবে
 

সবার জন্য উন্মুক্ত হয়েছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ। ‘হোম, তথ্য, ফলাফল ও বিশ্লেষণ’- এই চারটি স্তম্ভে অ্যাপটি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মোবাইল নম্বর নিবন্ধন এবং এনআইডি দিয়ে নিবন্ধিত হয়েই কেবল অ্যাপটি ব্যবহারের সুযোগ রয়েছে।

অবশ্য ‘নির্বাচন কার্যক্রম প্রক্রিয়াধীন’ থাকায় ব্যবহারকারী প্রাথমিক ভাবে ‘তথ্য’ বিভাগটি সক্রিয় রয়েছে। ‘ফলাফল’ নির্বাচনের দিন এবং ‘ফলাফল বিশ্লেষণ’ ফিচারটি শীঘ্রই আসছে বার্তা দেয়া হয়েছে।

আর অ্যাপ ম্যানুয়ালের তথ্য অনুযায়ী ‘ভোটের দিন দুই ঘণ্টা অন্তর’ ভোট পড়ার তথ্য ও হার জানাবে অ্যাপটি। নির্বাচন শুরু হলেই অ্যাপ থেকে ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম, প্রার্থী, দল ও আসনভিত্তিক তথ্য যেমন পাওয়া যাবে, তেমনি আইনবিধি, ভোট পড়ার হার, ফলসহ নানা ধরনের তথ্যও জেনে নিতে পারবেন নাগরিকরা। 

এতে একজন ভোটার সহজেই ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন। আগের বছরগুলোর মতো কোথায় কোন কেন্দ্রে ভোট দিতে যাবেন তা নিয়ে যেমন জটিলতায় পড়তে হবে না, তেমনি ভোটকেন্দ্রে গিয়ে নম্বর খোঁজার বিড়ম্বনার মধ্যেও পড়বেন না বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

দূরালপনীতে ডিজিবাংলাটেক.নিউজকে তিনি জানিয়েছেন,কমিশন অনুমদিত ফিচার নিয়ে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’অ্যাপটি প্রকাশ করা হয়েছে। তফসিল ঘোষণার পর ধাপে ধাপে হচ্ছে তথ্য হালনাগাদ করা হচ্ছে। যখনই যে কাজ শেষ হবে, তখনই তার তথ্য অ্যাপে যুক্ত হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৮টা থেকে ভোট শুরুর পর সকাল ১০টা, বেলা ১২টা ও ২টা ও বিকেল ৪টায় ৪২ হাজার কেন্দ্রে জমা পড়া ভোটের সংখ্যা অ্যাপে প্রকাশ করা হবে। এক প্রশ্নের জাবাবে তিনি বলেছেন, এই নির্বাচনে সম্ভব না হলেও আগামীতে অ্যাপটি দৃষ্টি ও শ্রবনপ্রতিবন্ধী ছাড়াও সব নাগরিকই যেনো ব্যবহার করতে পারেন সে উদ্যোগ নেয়া হবে। 

অ্যাপটি ব্যবহার করে দেখা গছে, নিবন্ধিত হওয়া মাত্রই হোম পেইজে ব্যবহারকারীর ভোটার নম্বর দেখাচ্ছে। অবশ্য এখানে ভোট কেন্দ্রের নাম, ঠিকানা, গুগল ম্যাপে কেন্দ্রের অবস্থান দেখানোর কথা; বর্তমানে লেখা আসছে ‘নির্বাচনী কার্যক্রম প্রক্রিয়াধীন’। তথ্যসূত্র অনুযায়ী, ভোটের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের গেজেট চূড়ান্ত হবে। 

নিচে থাতা ‘তথ্য’ বাটনে টাচ করতে এই পেইজে এখন দ্বাদশ ও একাদশ সংসদ নির্বাচনের তথ্য দেখাচ্ছে। শুরুতেই আছে আসনের তথ্য। এরপর এক নজরে নিবন্ধিত দল এবং নোটিশ বোর্ড বাটন রয়েছে। আসনগুলোর তথ্যে বিভাগভিত্তিক আসন, সেই আসনের প্রার্থী পরিচিতি ও ভোটকেন্দ্রের তথ্য থাকবে। 

একনজরে বাটনে মোট ভোটার, নারী পুরুষ, দল, প্রার্থী সংখ্যার তথ্য রয়েছ। নিবন্ধিত দল বাটনে কোনো ক্রম ছাড়াই র‌্যান্ডম ৪৪টি নিবন্ধিত দল ও তাদের প্রতিকের ছবি রয়েছে। তবে এখান থেকে দলগুলোর কোনো তথ্য জানার সুযোগ নেই। এই পজের ‘নোটিশ বোর্ড’ সময়ে সময়ে জারি কার পরিপত্র নিয়মিত আপডেট করা হচ্ছে।

কিন্তু অ্যাপের হোম পেজে নির্বাচনের তথ্য ও ফলাফল নামে দুইটি লিংক থাকলেও ভোটার বা প্রার্থীর আচরণ বিধি বিষয়ক কোনো তথ্য নেই।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।