গুগল প্লেস্টোর নিয়ে আসছে নতুন ফিচার। এই ফিচারের সাহায্যে, একই আইডির সাথে সংযুক্ত একাধিক ডিভাইসের অ্যাপগুলি অন্য ডিভাইস থেকে আনইনস্টল করা যাবে।
সম্প্রতি, গুগলের সিস্টেম আপডেট চেঞ্জলগ দেখায় যে এই ফাংশনটি সব অ্যান্ড্রয়েডেই একসঙ্গে পাওয়া যাবে। এতে বলা হয়েছে, যখন এই নতুন আপডেটটি চালু হবে, তখন একজন ব্যবহারকারী তার স্মার্ট ওয়াচ, টিভি বা ওয়্যার ওএস চালিত স্মার্টওয়াচ বা স্মার্টফোন থেকে অ্যান্ড্রয়েড চালিত যে কোনও ডিভাইসের যেকোনও অ্যাপ মুছে দিতে পারবে।
কানেক্টেড ডিভাইসের অ্যাপ আনইনস্টল করতে হলে প্রথমে ‘ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসেস’ থেকে ম্যানেজ অপশনে গিয়ে অপশনটি বেছে নিতে হবে। এরপর ‘✓ দিস ডিভাইস’ অপশন বাছতে হবে।
সেটাতে ট্যাপ করলে কানেক্টেড ডিভাইসগুলোর তালিকা দেখাবে, সেইসঙ্গে ইনস্টল অপশনও। সেখান থেকে ডিভাইস সিলেক্ট করার পর প্লেস্টোর সেই ডিভাইসে ইনস্টল থাকা অ্যাপগুলোর তালিকা দেখাবে।
যেসব অ্যাপ আনইনস্টল করা দরকার সেগুলো সিলেক্ট করতে হবে। এরপর স্ক্রিনে ওপরের ডানে থাকা ডিলিট বাটনে ট্যাপ করলে প্লেস্টোর থেকে একটা কনফার্ম বার্তা আসবে।
সেটা নিশ্চিত করলেই সেই অ্যাপগুলো মুছে যাবে। তবে অ্যাপটি এখনও সবার কাছে চালু না হওয়ার মানে এটি এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে।
সম্প্রতি, গুগলের সিস্টেম আপডেট চেঞ্জলগ দেখায় যে এই ফাংশনটি সব অ্যান্ড্রয়েডেই একসঙ্গে পাওয়া যাবে। এতে বলা হয়েছে, যখন এই নতুন আপডেটটি চালু হবে, তখন একজন ব্যবহারকারী তার স্মার্ট ওয়াচ, টিভি বা ওয়্যার ওএস চালিত স্মার্টওয়াচ বা স্মার্টফোন থেকে অ্যান্ড্রয়েড চালিত যে কোনও ডিভাইসের যেকোনও অ্যাপ মুছে দিতে পারবে।
কানেক্টেড ডিভাইসের অ্যাপ আনইনস্টল করতে হলে প্রথমে ‘ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসেস’ থেকে ম্যানেজ অপশনে গিয়ে অপশনটি বেছে নিতে হবে। এরপর ‘✓ দিস ডিভাইস’ অপশন বাছতে হবে।
সেটাতে ট্যাপ করলে কানেক্টেড ডিভাইসগুলোর তালিকা দেখাবে, সেইসঙ্গে ইনস্টল অপশনও। সেখান থেকে ডিভাইস সিলেক্ট করার পর প্লেস্টোর সেই ডিভাইসে ইনস্টল থাকা অ্যাপগুলোর তালিকা দেখাবে।
যেসব অ্যাপ আনইনস্টল করা দরকার সেগুলো সিলেক্ট করতে হবে। এরপর স্ক্রিনে ওপরের ডানে থাকা ডিলিট বাটনে ট্যাপ করলে প্লেস্টোর থেকে একটা কনফার্ম বার্তা আসবে।
সেটা নিশ্চিত করলেই সেই অ্যাপগুলো মুছে যাবে। তবে অ্যাপটি এখনও সবার কাছে চালু না হওয়ার মানে এটি এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে।
০ টি মন্তব্য