আজকাল প্রায় সবাই ট্রুকলার ব্যবহার করে। কারণ, আপনার ফোনে যদি এই অ্যাপটি ইনস্টল করা থাকে, তাহলে আপনি সহজেই জানতে পারবেন কলকারী কে, এমনকি যদি কোনো অপরিচিত নম্বর থেকে কল আসে।
কিন্তু অনেকেই ট্রুকালার ব্যবহার করলেও অ্যাপটির ছয়টি অতিরিক্ত বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জানেন না।
কিন্তু অনেকেই ট্রুকালার ব্যবহার করলেও অ্যাপটির ছয়টি অতিরিক্ত বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জানেন না।
স্মার্ট এসএমএস: গুরুত্বপূর্ণ মেসেজ স্প্যামের ভিড়ে অধিকাংশ ক্ষেত্রেই হারিয়ে যায়। কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে ট্রু কলারে। যেখানে সমস্ত মেসেজ দেখায় আলাদা ক্যাটাগরি অনুযায়ী। ফলে প্রয়োজনীয় মেসেজ হারানো বা নজর এড়ানোর সম্ভাবনা খুবই কম।
গুরুত্বপূর্ণ মেসেজ: ফ্ল্যাশ মেসেজ অপশন রয়েছে ট্রুকলারে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ মেসেজ ভেসে ওঠে স্ক্রিনের উপর।
এডিট সেন্ট চ্যাট মেসেজ: ট্রুকলারে রয়েছে এডিটের অপশনও। অনেক ক্ষেত্রেই ‘অটো কারেক্ট’ -এর কারণে মেসেজে এক কথা লিখতে গিয়ে হয়ে যায় অন্য কিছু। ট্রুকলার থেকে মেসেজ করলে ভুল হলে কোনও সমস্যা নেই।
বড় ফাইল শেয়ার: ১০০ এমবি পর্যন্ত ফাইল শেয়ারের অপশন রয়েছে ট্রুকলারে।
পাসওয়ার্ড প্রটেক্ট মেসেজ: মেসেজ পাসওয়ার্ড দিয়ে লক করার ব্যবস্থা রয়েছে ট্রুকলারে।
কল রিসন: ‘কল রিসন’ ফিচার রয়েছে ট্রু কলারে। এর মাধ্যমে ফোন করার কারণ জানাতে পারেন ব্যবহারকারী। সেক্ষেত্রে ডিসপ্লেতে ভেসে উঠবে ফোন করার কারণ।
০ টি মন্তব্য