কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুপার কমপিউটার তৈরি করেছে মার্ক জুকারবার্গের মেটা কোম্পানি। দুই বছর কঠোর পরিশ্রমের পর অবশেষে তারা এই সাফল্য পেয়েছে।
২০২০ সালে, জাপানি সুপার কমপিউটার "ফুগাকু" "বিশ্বের দ্রুততম কৃত্রিম বুদ্ধিমত্তার সুপার কমপিউটার" খেতাব জিতেছে। এবার তাকে ছাড়িয়ে যেতে চলেছেন মেটা। ‘নিউরাল নেটওয়ার্ক’ শক্তিশালী করতে সাহায্য করবে আরএসসি।
এর মাধ্যমে ‘রিয়েল-টাইম ভয়েস’ অনুবাদ করা যাবে সহজেই। জুকারবার্গের স্বপ্নের ‘মেটাভার্স’ (ত্রিমাত্রিক ভার্চুয়াল দুনিয়া) প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ‘সুপার কমপিউটার’ আরএসসি।
২০২০ সালে, জাপানি সুপার কমপিউটার "ফুগাকু" "বিশ্বের দ্রুততম কৃত্রিম বুদ্ধিমত্তার সুপার কমপিউটার" খেতাব জিতেছে। এবার তাকে ছাড়িয়ে যেতে চলেছেন মেটা। ‘নিউরাল নেটওয়ার্ক’ শক্তিশালী করতে সাহায্য করবে আরএসসি।
এর মাধ্যমে ‘রিয়েল-টাইম ভয়েস’ অনুবাদ করা যাবে সহজেই। জুকারবার্গের স্বপ্নের ‘মেটাভার্স’ (ত্রিমাত্রিক ভার্চুয়াল দুনিয়া) প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ‘সুপার কমপিউটার’ আরএসসি।








০ টি মন্তব্য