সাম্প্রতিক বছরগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তারও (এআই) এর জয় দেখা গেছে। মাইক্রোসফট নতুন বছরটিকে "পিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এর বছর" হিসাবে দেখতে চায়।
এরই ধারাবাহিকতায়, সফটওয়্যার জায়ান্টটি ইউন্ডোজের কিবোর্ডে ‘কোপাইলট কি’ যুক্ত করতে যাচ্ছে। নতুন এই ‘কোপাইলট কি’ কিবোর্ডের ‘মেনু কি’ বা ‘অ্যাপলিকেশন কি’ কে প্রতিস্থাপন করবে, যা কয়েক দশক আগে উইন্ডোজ কি-এর পাশাপাশি চালু করা হয়েছিলো।
এ বছর থেকেই একটি ‘কোপাইলট কি’ বিভিন্ন নতুন ল্যাপটপ ও পিসিতে জুড়ে দেবে মাইক্রোসফটের পার্টনার কোম্পানিগুলো।
এই নতুন কি’র সাহায্যে ব্যবহারকারীরা মাইক্রোসফটের এআই চালিত উইন্ডোজ এলএলএম মডেল কোপাইলটে অ্যাক্সেস করতে পারবেন, শুধুমাত্র একটি ক্লিকেই।
এরই ধারাবাহিকতায়, সফটওয়্যার জায়ান্টটি ইউন্ডোজের কিবোর্ডে ‘কোপাইলট কি’ যুক্ত করতে যাচ্ছে। নতুন এই ‘কোপাইলট কি’ কিবোর্ডের ‘মেনু কি’ বা ‘অ্যাপলিকেশন কি’ কে প্রতিস্থাপন করবে, যা কয়েক দশক আগে উইন্ডোজ কি-এর পাশাপাশি চালু করা হয়েছিলো।
এ বছর থেকেই একটি ‘কোপাইলট কি’ বিভিন্ন নতুন ল্যাপটপ ও পিসিতে জুড়ে দেবে মাইক্রোসফটের পার্টনার কোম্পানিগুলো।
এই নতুন কি’র সাহায্যে ব্যবহারকারীরা মাইক্রোসফটের এআই চালিত উইন্ডোজ এলএলএম মডেল কোপাইলটে অ্যাক্সেস করতে পারবেন, শুধুমাত্র একটি ক্লিকেই।








০ টি মন্তব্য