কমপিউটার বা ল্যাপটপের অনেক কাজ স্মার্টফোনে করা যায়। ছবি থেকে টেক্সট কপি করার জন্য অনলাইনে অনেক টুলস পাওয়া যায়। সরঞ্জামগুলি প্রায়শই ল্যাপটপ ডিভাইসের জন্য তৈরি করা হয়।
স্মার্টফোনটির অ্যান্ড্রয়েড সংস্করণে ‘কপি টেক্সট ফ্রম ফটোজ’ নামে বিশেষ ফিচার আছে। এই ফিচার দিয়ে কোনো বই বা কাগজের ছবি তুলে তার টেক্সট ডকুমেন্টে পেস্ট করা যায়।
প্রথমেই স্মার্টফোনের গ্যালারি অপশনে যেতে হবে। ওখানে যে ছবির টেক্সট কপি করতে হবে, তা নির্বাচন করে লেন্স আইকনে ট্যাপ করতে হবে। লেন্স আইকন নিয়ে যাবে গুগল লেন্সে।
ছবির টেক্সট কপি করার অপশন পাওয়া যাবে এখানে। ক্লিপবোর্ডে টেক্সট কপি হয়ে যাবে টেক্সট নির্বাচন করে কপি টেক্সট অপশনে ক্লিক করলেই।
স্মার্টফোনটির অ্যান্ড্রয়েড সংস্করণে ‘কপি টেক্সট ফ্রম ফটোজ’ নামে বিশেষ ফিচার আছে। এই ফিচার দিয়ে কোনো বই বা কাগজের ছবি তুলে তার টেক্সট ডকুমেন্টে পেস্ট করা যায়।
প্রথমেই স্মার্টফোনের গ্যালারি অপশনে যেতে হবে। ওখানে যে ছবির টেক্সট কপি করতে হবে, তা নির্বাচন করে লেন্স আইকনে ট্যাপ করতে হবে। লেন্স আইকন নিয়ে যাবে গুগল লেন্সে।
ছবির টেক্সট কপি করার অপশন পাওয়া যাবে এখানে। ক্লিপবোর্ডে টেক্সট কপি হয়ে যাবে টেক্সট নির্বাচন করে কপি টেক্সট অপশনে ক্লিক করলেই।








০ টি মন্তব্য