https://powerinai.com/

অ্যাপলের ‘ভিশন প্রো’ হেডসেট বাজারে আসছে ২ ফেব্রুয়ারি

অ্যাপলের ‘ভিশন প্রো’ হেডসেট বাজারে আসছে ২ ফেব্রুয়ারি অ্যাপলের ‘ভিশন প্রো’ হেডসেট বাজারে আসছে ২ ফেব্রুয়ারি
 
গত বছরের জুনে, তার বার্ষিক ডেভেলপার কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে, অ্যাপল "ভিশন প্রো" হেডসেটটি প্রদর্শন করে যা এআর (অগমেন্টেড রিয়েলিটি) এবং ভিআর (ভার্চুয়াল রিয়েলিটি) প্রযুক্তির সমন্বয় করে। 

এরপর প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় পার হলেও হেডসেটটি উন্মুক্ত করেনি। তাই অ্যাপল উত্সাহীরা এই এআর-ভিআর প্রযুক্তি হেডসেটের জন্য দীর্ঘকাল ধরে অপেক্ষা করছেন।

এখন হেডসেটটির জন্য অপেক্ষার দিন শেষ হতে চলেছে। অ্যাপল জানিয়েছে যে হেডসেটটি ২ ফেব্রুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাজারে পাওয়া যাবে। 

২ ফেব্রুয়ারি বাজারে আসলেও ক্রেতারা ১৯ জানুয়ারি থেকে হেডসেটটি কেনার জন্য অগ্রিম ফরমাশ দিতে পারবে। অ্যাপল ৩ হাজার ৪৯৯ ডলার মূল্যের হেডসেটটির সঙ্গে চাইলে নিজেদের প্রয়োজনমতো লেন্সও যুক্ত করে দেবে।

তবে এ জন্য গুনতে হবে অতিরিক্ত ৯৯ ডলার। প্রাথমিকভাবে শুধু যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া গেলেও পর্যায়ক্রমে অন্য দেশেও হেডসেটটির বিক্রি কার্যক্রম শুরু হবে। 

হেডসেটটি ভিশন ওএস অপারেটিং সিস্টেমে চলে এবং শক্তিশালী ‘এম ২’ এবং ‘আর ১’ প্রসেসর ব্যবহার করে। দুই চোখে একই সঙ্গে ফোরকে প্রযুক্তির ভিডিও দেখা যাবে।

২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার  হেডসেটে থ্রিডি (ত্রি-মাত্রিক) ভিডিও দেখার পাশাপাশি, আপনি অ্যাপলের বার্তা, ফেসটাইম এবং ম্যাপস অ্যাপ্লিকেশনগুলি স্বচ্ছন্দে ব্যবহার করা যাবে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।