https://comcitybd.com/brand/Havit

ই-ক্যাব কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৪ নির্বাচনে পরিচালক ৯টি পদ

ই-ক্যাব নির্বাচনে প্রার্থী ৩১ জন ও তিনটি প্যানেল

ই-ক্যাব কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৪ নির্বাচন ই-ক্যাব কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৪ নির্বাচন
 

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৪ নির্বাচনেরপরিচালক ৯টি পদের জন্য চূড়ান্ত প্রার্থী ৩১ জন। গতকাল ৩০ মে, ২০২২ ই-ক্যাব নির্বাচন বোর্ড প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে প্রকাশ করে। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে তিনটি প্যানেলের আত্ম প্রকাশ ঘটেছে। একটি হচ্ছে অগ্রগামী, দ্বিতীয়টি হচ্ছে দ্যা চেইঞ্জ মেকার্স এবং তৃতীয়টি হচ্ছে ঐক্য। চারজন স্বতন্ত্র প্রার্থী আছেন।


 


অগ্রগামী প্যানেলে আছেন, শমী কায়সার (ধানসিড়ি ডিজিটাল লিমিটেড), মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল (কমজগৎ টেকনোলজিস), মোহাম্মদ সাহাব উদ্দিন (ডায়াবেটিস স্টোর লিমিটেড), নাছিমা আক্তার নিশা (রেভারী কর্পোরেশন লিমিটেড), মোঃ সাইদুর রহমান (ডিজিটাল হাব সলিউশানস লিঃ), মোঃ রুহুল কুদ্দুস ছোটন (ফোকাস ফ্রেম), শাহরিয়ার হাসান (পেপারফ্লাই প্রাইভেট লিমিটেড), সৈয়দা আম্বারীন রেজা (ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড) এবং আসিফ আহনাফ (ব্রেক বাইট)।


 


দ্যা চেইঞ্জ মেকার্স প্যানেলে আছেন, শাফকাত হায়দার (সিপরোকো কমপিউটারস লিমিটেড), ওয়াসীম আলিম (বাংলামেডস ফার্মেসী লিমিটেড), মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা (কিনলে ডট কম), আবু-সুফিয়ান নিলাভ (নিজল ক্রিয়েটিভ), বিপ্লব ঘোষ রাহুল (ই-কুরিয়ার লিমিটেড), মোঃ ইলমুল হক (সেবা.এক্স ওয়াই জেড), মোঃ তাসদীখ হাবীব (ক্লিনফোর্স লিমিটেড), নুসরাত লোপা (হুর নুসরাত) এবং জীশান কিংশুক হক (আর টি এস এন্টার প্রাইজ)।


 


ঐক্য প্যানেলে আছেন, আব্দুল আজিজ (যাচাই.কম লিঃ), মোঃ তাজুল ইসলাম (আই এক্সপ্রেস লিমিটেড), তৌহিদা হায়দার (মেনসেন মিডিয়া), মোঃ আরিফুল ইসলাম ডিপেন (পরান বাজার), মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম (ক্রাফটস ম্যান সলুশন), সামদানী তাব্রীজ (র‌্যাপিডো ডেলিভারিস), আরিফ মোহাম্মদ আব্দুস শাকুর চৌধুরী (স্কুপইনফোটেকলিমিটেড(স্কুপ),মোঃ ছোফায়েত মাহমুদ (এস এম ইন্টারন্যাশনাল) এবং মোঃ সেলিম শেখ (নুরতাজ বাংলাদেশ লিমিটেড)।

 

চারজন স্বতন্ত্র প্রার্থী হলেন, মাফিয়া নাহিদ (যাচাই লিমিটেড), ফাতিমা বেগম (আদি বিডি লিমিটেড), মুহাম্মাদ ইসমাইল হুসাইন (বিডি এক্সক্লুসিভ), মোঃ আব্দুল আলিম (পাবলিক্স মেট্রো লিঃ)।

 

এবারের ই-ক্যাব নির্বাচনে ভোটারের সংখ্যা ৭৯৫ জন। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ জুন।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।