প্রবাসীদের যোগাযোগ সহজীকরণ থেকে শুরু করে সরকারের ৩৩৩ হেল্পলাইনের সঙ্গে সংযুক্তি; বছরজুড়ে নানাবিধ সামাজিক সেবামূলক কাজ পরিচালনা করেছে ডিজিটাল প্ল্যাটফর্ম ইমো।
যার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এবার ‘সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ পুরস্কার দিয়েছে গুগল। গুগলের এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আয়োজিত অনুষ্ঠানে (#অ্যাপসামিট২০২৩) বিজয়ীদের চূড়ান্ত নাম ঘোষণা করে গুগল।
যেখানে সোশ্যাল ইমপ্যাক্ট ক্যাটেগরিতে ইমোকে পার্টনার রিকগনিশন পুরস্কার দেওয়া হয়। সীমানা ও দূরত্বের বাধা পেরিয়ে নিবন্ধিতদের যুক্ত রাখার মাধ্যমে তাদের ক্ষমতায়নে ভূমিকা রাখছে ইমো।
ব্র্যান্ডটি সামাজিক উন্নয়নেও কাজ করছে। উদাহরণে বলা যায়, ৩৩৩ হেল্পলাইন চ্যানেল, হিরো স্টোরি শর্টফিল্ম, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য সহায়তা ও বন্যাদুর্গত অঞ্চলে ত্রাণ পরিষেবা ছাড়াও সাধারণ মানুষের সেবার লক্ষ্যে নেওয়া বহুমাত্রিক উদ্যোগ।
সবার জন্য মানোন্নত শিক্ষা নিশ্চিতে জাগো ফাউন্ডেশনকে শিক্ষামূলক স্টেশনারি প্রদান করেছে প্রতিষ্ঠানটি; যা বছরজুড়ে ১ হাজার ২০০ সুবিধাবঞ্চিত শিশুকে সহায়তা করছে।
যার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এবার ‘সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ পুরস্কার দিয়েছে গুগল। গুগলের এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আয়োজিত অনুষ্ঠানে (#অ্যাপসামিট২০২৩) বিজয়ীদের চূড়ান্ত নাম ঘোষণা করে গুগল।
যেখানে সোশ্যাল ইমপ্যাক্ট ক্যাটেগরিতে ইমোকে পার্টনার রিকগনিশন পুরস্কার দেওয়া হয়। সীমানা ও দূরত্বের বাধা পেরিয়ে নিবন্ধিতদের যুক্ত রাখার মাধ্যমে তাদের ক্ষমতায়নে ভূমিকা রাখছে ইমো।
ব্র্যান্ডটি সামাজিক উন্নয়নেও কাজ করছে। উদাহরণে বলা যায়, ৩৩৩ হেল্পলাইন চ্যানেল, হিরো স্টোরি শর্টফিল্ম, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য সহায়তা ও বন্যাদুর্গত অঞ্চলে ত্রাণ পরিষেবা ছাড়াও সাধারণ মানুষের সেবার লক্ষ্যে নেওয়া বহুমাত্রিক উদ্যোগ।
সবার জন্য মানোন্নত শিক্ষা নিশ্চিতে জাগো ফাউন্ডেশনকে শিক্ষামূলক স্টেশনারি প্রদান করেছে প্রতিষ্ঠানটি; যা বছরজুড়ে ১ হাজার ২০০ সুবিধাবঞ্চিত শিশুকে সহায়তা করছে।








০ টি মন্তব্য