গুগল ম্যাপে লাইভ লোকেশন শেয়ারিং একটি অপরিচিত লোকেশনে নির্দিষ্ট কিছু খোঁজার জন্য খুবই সহায়ক। এটি সুরক্ষার জন্য হোক বা কারও সাথে দেখা করার জন্য - লাইভ লোকেশন ফিচারটি কাজে আসে।
গুগল ম্যাপস অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার যুক্ত করেছে। আগে লাইভ লোকেশন শেয়ারে হোয়াটসঅ্যাপের মতো অ্যাপের ভরসা করতে হত।
নতুন সুবিধা পেতে অন্য কোনো অ্যাপে যেতে হবে না। গুগল ম্যাপে লোকেশন শেয়ারে তার নম্বর কন্ট্যাক্ট লিস্টে থাকতে হবে। প্রথমে গুগল ম্যাপ খুলে সেখানে ওপরে প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে।
তারপর ট্যাপ করতে হবে ‘লাইভ লোকেশন’ অপশনে। দুটি অপশন থাকবে লোকেশন শেয়ারে। এক ঘণ্টার জন্য বা যতক্ষণ না বন্ধ করা হবে।
তারপর যার সঙ্গে শেয়ার করতে হবে, তার ফোন নম্বর বা নাম নির্বাচন করে তা লাইভ লোকেশনে পাঠিয়ে দিতে হবে। চাইলে লোকেশন শেয়ারিং যখন খুশি বন্ধও করা যাবে।
গুগল ম্যাপস অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার যুক্ত করেছে। আগে লাইভ লোকেশন শেয়ারে হোয়াটসঅ্যাপের মতো অ্যাপের ভরসা করতে হত।
নতুন সুবিধা পেতে অন্য কোনো অ্যাপে যেতে হবে না। গুগল ম্যাপে লোকেশন শেয়ারে তার নম্বর কন্ট্যাক্ট লিস্টে থাকতে হবে। প্রথমে গুগল ম্যাপ খুলে সেখানে ওপরে প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে।
তারপর ট্যাপ করতে হবে ‘লাইভ লোকেশন’ অপশনে। দুটি অপশন থাকবে লোকেশন শেয়ারে। এক ঘণ্টার জন্য বা যতক্ষণ না বন্ধ করা হবে।
তারপর যার সঙ্গে শেয়ার করতে হবে, তার ফোন নম্বর বা নাম নির্বাচন করে তা লাইভ লোকেশনে পাঠিয়ে দিতে হবে। চাইলে লোকেশন শেয়ারিং যখন খুশি বন্ধও করা যাবে।








০ টি মন্তব্য