গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৪ নির্বাচনের
জন্য 'ঐক্য' প্যানেলের আত্মপ্রকাশ ঘটে। ই-ক্যাব ২০২২-২৪ নির্বাচনে ৯টি পদের জন্য তিনটি
প্যানেল ও ৪ জন স্বতন্ত্র প্রার্থীসহ সর্বমোট ৩১ জন প্রার্থী।
ঐক্য প্যানেলে আছেন, প্রকৌশলী আব্দুল আজিজ (যাচাই ডট কম লি:), মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম (অংশীদার-ক্রাফটসম্যান সলুশন), মো: তাজুল ইসলাম (আই এক্সপ্রেস লিমিটেড), আরিফ মোহাম্মদ আব্দুস শাকুর চৌধুরী (স্কুপ ইনফোটেক লিমিটেড), মো: সেলিম শেখ (নূরতাজ ডট কম বিডি), সামদানি তাব্রীজ (র্যাপিডো ডেলিভারিস), ইঞ্জিনিয়ার তৌহিদা হায়দার রিমা (মেনসেন মিডিয়া), ছোফায়েত মাহমুদ লিখন (কোরিয়ান মার্ট বিডি) এবং মো: আরিফুল ইসলাম ডিপেন (পরান বাজার)।
ঐক্য প্যানেলের দলনেতা যাচাই.কম
লি:-এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী আব্দুল আজিজ বলেন, ‘আমরা আসন্ন ই-ক্যাব নির্বাচনে পরিচালক
পদপ্রার্থী। ঐক্যের সাথে থেকে এগিয়ে চলতে চাই একসাথে। উদ্যোক্তাদের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ
হয়েছি। আমাদের টিম ঐক্যকে ভোট দিয়ে সমর্থন করুন’। তিনি আরও বলেন, ‘দক্ষ দেখে পক্ষ নিন,
ঐক্যের সকলকে ভোট দিন’।
এবারের ই-ক্যাব নির্বাচনে
ভোটারের সংখ্যা ৭৯৫ জন। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ জুন।
০ টি মন্তব্য