https://powerinai.com/

শেয়ারট্রিপ নিয়ে এসেছে ‘সিট সিলেকশন’ ফিচার

শেয়ারট্রিপ নিয়ে এসেছে ‘সিট সিলেকশন’ ফিচার শেয়ারট্রিপ নিয়ে এসেছে ‘সিট সিলেকশন’ ফিচার
 
শেয়ারট্রিপ দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল-টেক প্ল্যাটফর্ম, ভ্রমণকারীদের আরও আরামদায়ক এবং সুবিধাজনক অভিজ্ঞতা প্রদানের জন্য প্রথমবারের মতো ‘সিট সিলেকশন’ ফিচার চালু করেছে।

শেয়ারট্রিপ অ্যাপের মাধ্যমে, যাত্রীরা তাদের পছন্দ ও সুবিধা অনুযায়ী তাদের ফ্লাইটের আসন বেছে নিতে পারেন।

আইল সিট হোক কিংবা উইন্ডো সিট, বিমান ভ্রমণ এখন থেকে আরও আরামদায়ক এবং উপভোগ্য হয়ে উঠবে। 

বেশি ভ্রমণ করলে অধিকাংশ সময়ই বিমানের আসন নির্বাচনের (সিট সিলেকশন) ক্ষেত্রে আর্লি অ্যাক্সেসের সুবিধা উপভোগ করা যায়।

এক্ষেত্রে অন্যান্য যাত্রীদের আগেই পছন্দের আসনগুলো নিজেদের জন্য সুরক্ষিত করে রাখা সম্ভব।

আগে থেকেই নিজের পছন্দের আসন সিলেক্ট করে রাখতে পারলে বিমানে ভ্রমণের অভিজ্ঞতা বেড়ে যেতে পারে বহুগুণে  তা হোক এক্সট্রা লেগরুম সিট, বাল্কহেড সিট অথবা বিমানের সামনের দিকের সিট।

এমন চমৎকার ভ্রমণ নিশ্চিত করতেই একটি ট্রাভেল-টেক প্ল্যাটফর্ম হিসেবে প্রথমবারের মতো শেয়ারট্রিপ নিয়ে এসেছে এই ফিচার। 

এই নতুন ফিচারটি উপভোগ করতে প্রথমেই শেয়ারট্রিপ অ্যাপ অথবা ওয়েব প্ল্যাটফর্মে ঢুকে ‘মাই বুকিং’ এ ক্লিক করে রিভিউ ও পেমেন্ট পদ্ধতিগুলো সম্পন্ন করতে হবে।

এরপর, ‘সিট ডিটেইলস’ এ গিয়ে ‘স্টার্ট সিলেক্টিং সিটস’ এ ক্লিক করে উপলব্ধ সিটগুলোর মধ্যে থেকে নিজের পছন্দের সিটে ক্লিক করলেই আপনার পছন্দের জায়গাটি সুরক্ষিত অথবা বুক হয়ে যাবে।

বর্তমানে, ইউজাররা শেয়ারট্রিপ ওয়েবসাইটে এবং বিশেষ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের জন্য এই সিট সিলেকশন ফিচারটি উপভোগ করতে পারবেন।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।