https://powerinai.com/

আইফোন ১৬ মডেলে নতুন কি ফিচার থাকবে

আইফোন ১৬ মডেলে নতুন কি ফিচার থাকবে আইফোন ১৬ মডেলে নতুন কি ফিচার থাকবে
 
অ্যাপল প্রতিবছরই নতুন সিরিজ উন্মোচন করে। ইতোমধ্যে গুঞ্জন চলছে আইফোন ১৬ সিরিজ নিয়ে। আগের তুলনায় আরও দুরন্ত ফিচার নিয়ে হাজির হবে আইফোন।

আইফোন ১৬ সিরিজে থাকবে ৮জিবি র‍্যাম আর ওয়াইফাই ৬ই সমর্থন। ২০২৩ সালে উন্মোচিত হয় আইফোন ১৫ সিরিজ।

অ্যাপল উন্মাদনার পারদ বাড়িয়ে তুলতে এবার পরের সিরিজে নতুন সব বৈশিষ্ট্য যোগ করবে। ইতোমধ্যে একাধিক প্রযুক্তি রিপোর্টে প্রকাশ পেয়েছে আইফোনের সম্ভাব্য ফিচারস।

অ্যানালিস্ট জেফ পু-এর মতে পরের আইফোন সিরিজে থাকবে স্ট্যান্ডার্ড ৮জিবি র‍্যাম। আইফোন ১৫ সিরিজে আছে স্ট্যান্ডার্ড ৬জিবি র‍্যাম।

আইফোন এক্সআর মডেলে ছিল ৩জিবি র‍্যাম, আইফোন এক্সএস-এ ছিল ৪জিবি র‍্যাম, আইফোন ১২ মডেলে ছিল ৪জিবি র‍্যাম আর আইফোন ১২ প্রোতে ছিল ৬ জিবি র‍্যাম।

নতুন মডেলের বৈশিষ্ট্যে র‌্যামের গুরুত্ব ও পরিধি বাড়ানো হয়। আইফোন ১৬ সিরিজে থাকবে বড় ডিসপ্লে আর ওয়াইফাই ৬ই সাপোর্ট। যার ফলে ৬ গিগাহার্টজ ব্যান্ড ব্যবহার করা যাবে স্মার্টফোনে। 

আইফোন ১৫-প্রো মডেলে সুবিধাটি আছে। সিরিজের মডেলে সম্ভাব্য ডিসেপ্ল ৬.৩ ইঞ্চি আর প্রো মডেলের ডিসপ্লে ৬.৯ ইঞ্চি।

সলিড স্টেট বাটন, ক্যাপচার বাটন, পেরিস্কোপ জুম লেন্স আর এ-সিরিজ চিপসেট আইফোন ১৬ সিরিজে সম্ভাব্য ফিচারে থাকতে পারে। ডিজাইনেও বড় পরিবর্তন থাকবে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।