ঘরে একা রেখে যায় অফিসের সময় সব মালিকই তাদের পোষা প্রাণীদের, তাদের সঙ্গ দেওয়ার জন্য অগমেন রোবটিকস তৈরি করেছে রোবট ‘ওরো’।
এতে থাকছে প্রাণীদের সঙ্গে ভিডিও কল করার জন্য ক্যামেরা, ডিসপ্লে আর স্পিকার, রোবটটির চলাফেরার জন্য তিনটি চাকা এবং বিল্ট-ইন এআই, যা কুকুর বা বিড়ালের সঙ্গে খেলতেও পারবে।
ওরো পোষা প্রাণীর পছন্দ-অপছন্দ এবং শিডিউল বুঝে নেবে। রোবটটির মূল্য ধরা হয়েছে ৭৯৯ ডলার, বর্তমানে ২৯৯ ডলার দিয়ে সেটি বুকিং করে রাখা যাবে।
ওরো নিয়ে আসছে পোষা প্রাণীর জন্য রোবট
ওরো নিয়ে আসছে পোষা প্রাণীর জন্য রোবট
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য