এই মাসের শুরুর দিকে, গুগল তার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে লিখিত প্রম্পটের উপর ভিত্তি করে ছবি তৈরি করার ক্ষমতা চালু করেছে।
সেই সময়ে, গুগল বলেছিল যে জেমিনি দিয়ে চাইলেও বিখ্যাত মানুষদের কৃত্রিম ছবি তৈরি করা যাবে না। গুগলের দাবিকে ভুল প্রমাণ করে, রাস সিলবারম্যান নামে এক ব্যক্তি জেমিনির মাধ্যমে আমেরিকান পপ তারকা টেলর সুইফটের একটি কৃত্রিম চিত্র তৈরি করেছেন।
ঘটনাটি নজরে আসার পর, গুগল গত সপ্তাহে তার জেমিনি চ্যাটবটে ছবি তৈরি করার সুবিধা হঠাৎ করে বন্ধ করে দেয়। ফলস্বরূপ, প্রযুক্তি সম্প্রদায়টি এই সুবিধাটি আবার চালু হবে কিনা তা নিয়ে জল্পনা বাড়িয়েছে।
দীর্ঘদিন এ বিষয়ে প্রকাশ্যে কথা না বললেও, গুগল ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিস বলেছেন, জেমিনির মাধ্যমে ছবি তৈরির সুযোগ আবার চালু করা হবে।
সেই সময়ে, গুগল বলেছিল যে জেমিনি দিয়ে চাইলেও বিখ্যাত মানুষদের কৃত্রিম ছবি তৈরি করা যাবে না। গুগলের দাবিকে ভুল প্রমাণ করে, রাস সিলবারম্যান নামে এক ব্যক্তি জেমিনির মাধ্যমে আমেরিকান পপ তারকা টেলর সুইফটের একটি কৃত্রিম চিত্র তৈরি করেছেন।
ঘটনাটি নজরে আসার পর, গুগল গত সপ্তাহে তার জেমিনি চ্যাটবটে ছবি তৈরি করার সুবিধা হঠাৎ করে বন্ধ করে দেয়। ফলস্বরূপ, প্রযুক্তি সম্প্রদায়টি এই সুবিধাটি আবার চালু হবে কিনা তা নিয়ে জল্পনা বাড়িয়েছে।
দীর্ঘদিন এ বিষয়ে প্রকাশ্যে কথা না বললেও, গুগল ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিস বলেছেন, জেমিনির মাধ্যমে ছবি তৈরির সুযোগ আবার চালু করা হবে।
স্পেনের বার্সেলোনায় চলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) অনুষ্ঠিত এক প্যানেল আলোচনায় ডেমিস হাসাবিস জানিয়েছেন, ‘ভুল সংশোধনের জন্য আমরা জেমিনির মাধ্যমে ছবি তৈরির সুবিধা প্রত্যাহার করে নিয়েছি।
কয়েক সপ্তাহের মধ্যে সুবিধাটি আবার চালু করা হবে।’ তবে তিনি জেমিনির মাধ্যমে ছবি তৈরির সুযোগ চালুর সুনির্দিষ্ট দিনক্ষণ জানাননি।
কয়েক সপ্তাহের মধ্যে সুবিধাটি আবার চালু করা হবে।’ তবে তিনি জেমিনির মাধ্যমে ছবি তৈরির সুযোগ চালুর সুনির্দিষ্ট দিনক্ষণ জানাননি।
জেমিনি চ্যাটবট গুগলের হালনাগাদ ‘ইমাজেন টু’ মডেল ব্যবহার করে লিখিত প্রম্পট থেকে ছবি তৈরি করে দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে জেমিনির তৈরি করা ছবিতে ‘সিন্থআইডি’ নামের ডিজিটাল জলছাপ স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা হয়।
এর ফলে সহজে অন্য ব্যক্তিরা চিনতে পারে এআই দিয়ে তৈরি ছবিগুলো। ইংরেজি ভাষায় বার্তা লিখে জেমিনি চ্যাটবটে এআই ছবি তৈরি করা যায়।
এর ফলে সহজে অন্য ব্যক্তিরা চিনতে পারে এআই দিয়ে তৈরি ছবিগুলো। ইংরেজি ভাষায় বার্তা লিখে জেমিনি চ্যাটবটে এআই ছবি তৈরি করা যায়।








০ টি মন্তব্য