এআই সব পরীক্ষাতে পাস করবে মানুষ তার জীবনে যত ধরনের পরীক্ষা দেয়। এআই কম্পিউটারবিজ্ঞানের বিভিন্ন পরীক্ষায়ও এটি সফলভাবে উত্তীর্ণ হবে।
এমনটা আর পাঁচ বছরের মধ্যেই ঘটবে বলে জানিয়েছেন মার্কিন চিপ নির্মাতা কম্পানি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। তিনি আরও বলেন, একই সময়ের মধ্যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই) চলে আসবে।
এজিআই এখনো একটি ধারণা মাত্র। এজিআই হল উচ্চ ক্ষমতাসম্পন্ন হওয়ায় বাস্তব পৃথিবীকে মানুষের মতো করেই বুঝতে পারবে এবং বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতার ছাপ রাখবে।
এনভিডিয়ার তৈরি জিপিইউ চিপের ওপর নির্ভর করছে ওপেনএআই চ্যাটজিপিটিকে প্রশিক্ষণ দিতে। এনভিডিয়া শক্তিশালী লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে প্রশিক্ষণ দিতে ওপেনএআইয়ের জন্য হাজারও চিপ তৈরি করছে।
জেনসেন হুয়াং আরো বলেন, ভবিষ্যতে কোডিং শেখার প্রয়োজন হবে না। প্রত্যেকেই এআইয়ের সাহায্যে প্রগ্রামার হয়ে উঠবে।
এমনটা আর পাঁচ বছরের মধ্যেই ঘটবে বলে জানিয়েছেন মার্কিন চিপ নির্মাতা কম্পানি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। তিনি আরও বলেন, একই সময়ের মধ্যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই) চলে আসবে।
এজিআই এখনো একটি ধারণা মাত্র। এজিআই হল উচ্চ ক্ষমতাসম্পন্ন হওয়ায় বাস্তব পৃথিবীকে মানুষের মতো করেই বুঝতে পারবে এবং বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতার ছাপ রাখবে।
এনভিডিয়ার তৈরি জিপিইউ চিপের ওপর নির্ভর করছে ওপেনএআই চ্যাটজিপিটিকে প্রশিক্ষণ দিতে। এনভিডিয়া শক্তিশালী লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে প্রশিক্ষণ দিতে ওপেনএআইয়ের জন্য হাজারও চিপ তৈরি করছে।
জেনসেন হুয়াং আরো বলেন, ভবিষ্যতে কোডিং শেখার প্রয়োজন হবে না। প্রত্যেকেই এআইয়ের সাহায্যে প্রগ্রামার হয়ে উঠবে।








০ টি মন্তব্য