https://powerinai.com/

ভারতের প্রথম এআই শিক্ষক 'আইরিস'

ভারতের প্রথম এআই শিক্ষক 'আইরিস' ভারতের প্রথম এআই শিক্ষক 'আইরিস'
 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কে কাজে লাগিয়ে চলে এলো ‘এআই শিক্ষিকা’। এই রোবটটি কেরালার তিরবন্তপুরমের একটি স্কুলে শিক্ষকতার জন্য আনা হয়েছে। ভারতের মধ্যে এই উদ্যোগে কেরালাই প্রথম। 

‘আইরিশ’ নাম রাখা হয়েছে ওই ‘এআই শিক্ষিকা’র। 
এই উদ্যোগটি নেওয়া হয়েছে কেরালার তিরবন্তপুরমের কেটিসিটি উচ্চ বিদ্যালয়ে।


তিনি এখন থেকে ওই বিদ্যালয়ে সমস্ত বিষয়ে পড়াবেন। রোবটের পায়ে চাকা লাগানো হয়েছে যাতে একটি ক্লাস শেষ করে অন্য ক্লাসে যেতে সমস্যা না হওয়ায়। 

কেরালার ওই স্কুল মার্কারল্যাব এডুটেক সংস্থার সঙ্গে এআই শিক্ষক তৈরি করছে। ২০২১ সালে নীতি আয়োগের উদ্যোগে স্কুলে স্কুলে পাঠ্যক্রম-বহির্ভূত কাজেও নজর দেওয়া হয়। তারই অঙ্গ হিসাবে ওই রোবট শিক্ষক তৈরির কাজে হাত লাগায় পড়ুয়ারা।









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।