https://powerinai.com/

স্মার্ট টেকনোলজিস নিয়ে এলো গিগাবাইটের নতুন গেমিং ল্যাপটপ

স্মার্ট টেকনোলজিস নিয়ে এলো গিগাবাইটের নতুন গেমিং ল্যাপটপ স্মার্ট টেকনোলজিস নিয়ে এলো গিগাবাইটের নতুন গেমিং ল্যাপটপ
 
স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. বাংলাদেশের বাজারে নিয়ে এলো গিগাবাইটের নতুন ২টি উচ্চ গতিসম্পন্ন  গেমিং ল্যাপটপ। আজ স্মার্ট টেকনোলজিস এর হেড অফিসে ল্যাপটপ ২টির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর  ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন, গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান এবং গিগাবাইট প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী।  

উল্লেখ্য, এই আকর্ষণীয় ল্যাপটপ গুলো কোর আই সেভেন ১৪ জেনারেশনের এইচএক্স সিরিজের প্রসেসর  দিয়ে তৈরি, ল্যাপটপ গুলো বাংলাদেশ মার্কেটে আগামীকাল থেকে পাওয়া যাবে। 

এই ল্যাপটপ গুলো কে পূর্ণাঙ্গ গেমিং ল্যাপটপ হিসেবে ব্যবহার করারর জন্য রয়েছে আরটিএক্স ৪০৭০ এবং আরটিএক্স ৪০৬০ গ্রাফিক্স কার্ড এবং  DDR5 5600 মেগাহার্জের ১৬ জিবি র‍্যাম।

স্টোরেজ হিসাবে থাকছে ওয়ান টিবি জেন-ফোর এসএসডি, 2K রেজুলেশনের  WQHD ডিসপ্লে যার রিফ্রেশরেট 165 MHz। কিবোর্ডগুলোতে রয়েছে আরজিবি ফিউশন এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে উইন্ডোজ ১১ হোম।

এই ল্যাপটপটিতে আরো ব্যবহার করা হয়েছে লেটেস্ট টেকনোলজি এআই ফিচার। এই এআই ফিচার ল্যাপটপ গুলোর জিপিইউ, সিপিইউ, র‍্যাম এবং এসএসডি কে অপটিমাইজ করবে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।