https://powerinai.com/

‘বোট’ এর নতুন গ্যাজেট নিয়ে এসেছে ডিএক্স গ্ৰুপ

‘বোট’ এর নতুন গ্যাজেট নিয়ে এসেছে ডিএক্স গ্ৰুপ ‘বোট’ এর নতুন গ্যাজেট নিয়ে এসেছে ডিএক্স গ্ৰুপ
 

ভারতের শীর্ষস্থানীয় ব্র্যান্ড বোট ঈদ উল ফিতরকে সামনে রেখে বেশ কিছু নতুন গ্যাজেট নিয়ে এসেছে দেশের বাজারে। বাজারজাত করছে বাংলাদেশে বোট’র একমাত্র পরিবেশক ডিএক্স গ্রুপ।

রাজধানীসহ দেশের সব জায়গায় গ্যাজেটগুলো পরিবেশন করবে দেশীয় এই প্রতিষ্ঠান বোট’র একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

গ্যাজেটগুলোর মধ্যে রয়েছে আকর্ষণীয় কিছু স্মার্টওয়াচ, হেডফোন, টিডাব্লিউএস ইত্যাদি। বলিউড তারকা রণবীর সিং বোট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর থেকে তরুণ-তরুণীদের মাঝে লক্ষ্য করা যাচ্ছে এই ব্র্যান্ড এর পণ্য সমূহের উচ্চ চাহিদা। 

স্মার্ট ওয়াচের মধ্যে রয়েছে এনিগমা এক্স-৭০০। ১.৫২ ইঞ্চির অ্যামোলেড গোলাকার ডিসপ্লে সমৃদ্ধ স্মার্ট ওয়াচটিতে রয়েছে শতাধিক স্পোর্টস মোড এবং ওয়াচ ফেস।

লুনার লিংক মডেলটিতে রয়েছে ১.৪ ইঞ্চির টিএফটি রাউন্ড ডিসপ্লে। আরও রয়েছে শতাধিক স্পোর্টস মোড। বিল্টইন কিছু গেমও রয়েছে মডেলটিতে।

এনিগমা এক্স৪০০-এ রয়েছে ১.৪৫ ইঞ্চি অ্যামোলেড রাউন্ড ডিসপ্লে ও শতাধিক স্পোর্টস মোড। এটিতে হার্টরেট নির্ণয় করা যাবে এবং এসপিও২ ও স্ট্রেস মনিটর করা যাবে।

ব্লুটুথ ৫.৩ কলিং ব্যবহার করা হয়েছে মডেলটিতে। ওয়েভ হাইপ মডেলটিতে রয়েছে অ্যাডভান্সড ব্লুটুথ কলিং ফিচার। এটি আইপি-৬৭ ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রুফ। এটিতে রয়েছে ৫০টির ওপরে স্পোর্টস মোড।

মডেলটির ডিসপ্লে ১.৮৫ ইঞ্চি এইচডি। টিডাব্লিউএস’র মধ্যে ইমরটাল ১২১ -এ রয়েছে বিস্ট মোড। প্লে-ব্যাক টাইম ৪০ ঘণ্টা। দ্রুত চার্জিংয়ের ফিচার রয়েছে এয়ারডপস আলফা মডেলটিতে।

গেমিংয়ের জন্য বিস্ট মোড। এটি ডিভাইসের সঙ্গে দ্রুত পেয়ার হতে পারে। প্লেব্যাক টাইম ৩৫ ঘণ্টা। এরপর এয়ারডপস ১৩১ প্রো’তে রয়েছে বিশেষভাবে ৫৫ ঘন্টা প্লে-ব্যাক টাইম দিবে।


এর ড্রাইভার ১১ এমএম। এতেও রয়েছে বিস্ট মুড। এয়ারডপস ১৭০ মডেলটিতে মিউজিক চলবে বিরতীহিন ভাবে ৫০ ঘন্টা। কোয়াড মাইক্রোফোন সঙ্গে রয়েছে ইএনএক্স প্রযুক্তি।

এয়ারডপসটিতে রয়েছে দ্রুত চার্জিং এর ব্যবস্থা।নেকব্যান্ডের মধ্যে রকার্জ ২৫৫-প্রো প্লাস মডেলটিতে রয়েছে ৮ ঘণ্টা পর্যন্ত মিউজিক শোনার ব্যবস্থা।

ফাস্ট চার্জিং ফিচার এবং এতে ব্লুটুথ ভার্সন ৫.০ ব্যবহার করা হয়েছে। ওভার এয়ার হেডফোনের মধ্যে রকার্জ ৫৫১ এএনসি মডেলে রয়েছে ১০০ ঘণ্টা  পর্যন্ত প্লে-ব্যাক ফিচার। এর ড্রাইভার ৪০ এমএম। এতে রয়েছে ইএনএক্স প্রযুক্তি ও কাস্টম-টিউনড ইকুয়ালাইজার মোড। 









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।