https://powerinai.com/

টেকনো পভা ৫ প্রো

টেকনো পভা ৫ প্রো টেকনো পভা ৫ প্রো
 

স্মার্টফোন প্রথর রোদে ব্যবহার করার সময় ডিসপ্লে ঝাপসা দেখায়। ফলে অনেক সময় ফোন ব্যবহার করতে অসুবিধায় পড়তে হয়।

এই সমস্যার সমাধানে টেকনো আনল নতুন এক ফোন। যা ব্যবহার করা যাবে প্রখর রোদেও। এই ফোনের মডেল টেকনো পভা ৫ প্রো। এটি একটি ৫জি স্মার্টফোন। 

টেকনো এই ফোনটি মিডরেঞ্জ প্রাইস সেগমেন্টে লঞ্চ করেছে। এই টেকনো ফোনটির ডিজাইন অনেকটা ইনফিনিক্স জিটি ১০ প্রোর মতোই। তবে এতে রয়েছে সামান্য পার্থক্য।

টেকনো এই ফোনটির ডিজাইনের নাম দিয়েছে আর্ক ইন্টারফেস, যার পিছনের প্যানেলে রয়েছে ২০০টিরও বেশি এলইডি।

এই লাইট ১০০টিরও বেশি কাস্টমাইজড সেটিংসের সঙ্গে বাজারে এসেছে। এই স্মার্টফোনের পেছনের ডিজাইন সাধারণ ফোনের থেকে একেবারেই আলাদা।









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।