https://www.brandellaltd.com/

বাজারে আসছে শাওমির প্রথম বিদ্যুচ্চালিত ইভি

বাজারে আসছে শাওমির প্রথম বিদ্যুচ্চালিত ইভি বাজারে আসছে শাওমির প্রথম বিদ্যুচ্চালিত ইভি
 

বাজারে আসছে শাওমির প্রথম বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি)। প্রাথমিকভাবে স্থানীয় বাজারে পাওয়া যাবে চীনের প্রযুক্তি জায়ান্টটির নতুন এ উদ্ভাবন।

এখনো আন্তর্জাতিক বাজারে কবে আসবে সেই তথ্য জানা যায়নি। শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসবে বলে জানিয়েছে বিশ্বের অন্যতম স্মার্টফোন নির্মাতা শাওমি।  

চীনের গাড়ির বাজারে ইভির বিক্রিতে শীর্ষস্থান নিতে লড়ে আসছে বিওয়াইডি ও টেসলার মতো কোম্পনি। তারা তীব্র মূল্যহ্রাসের লড়াইয়েও নেমেছে।

এরই মাঝে শাওমি নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির। প্রযুক্তি জায়ান্টটি ইভির ক্রয়াদেশ নিতে এরই মধ্যে চীনের ২৯টি শহরে ৫৯টি স্টোর খুলেছে। 

গত বছর স্পিড আলট্রা সেভেন (এসইউ সেভেন) মডেলের উন্মোচনের সময় শাওমির সিইও লেই জুন জানিয়েছিলেন, শাওমি বিশ্বের শীর্ষ পাঁচটি গাড়ি নির্মাতার একটি হতে চায়।

প্রতিষ্ঠানটি আগামী ১০ বছরে এ খাতেপ্রায় ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। লেই জুন আরও জানিয়েছিলেন, সুপার ইলেকট্রিক মোটর প্রযুক্তি রয়েছে স্পিড আলট্রা সেভেনে।

ফলে নতুন গাড়িগুলো টেসলা ও পোরশের ইভির চেয়ে দ্রুতগতিতে চলতে সক্ষম। শাওমি আশা করছে, স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসের সঙ্গে গাড়িটির শেয়ার্ড অপারেটিং সিস্টেম প্রযুক্তি ক্রেতাদের আকৃষ্ট করে অবদান রাখবে।









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।