https://www.brandellaltd.com/

গুগল বন্ধ করতে চলেছে ভিপিএন পরিষেবা

গুগল বন্ধ করতে চলেছে ভিপিএন পরিষেবা গুগল বন্ধ করতে চলেছে ভিপিএন পরিষেবা
 

গুগলের আরও একটি পরিষেবা বন্ধ হতে চলেছে। এবার গুগল বন্ধ করতে চলেছে তাদের ভিপিএন পরিষেবা। এই পরিষেবাটি গুগল ওয়ান সার্ভিসের মাধ্যমে পরিচালিত হয়। 

গুগল এই সেবা চালু করেছিলো ২০২০ সালে। গুগল এই পরিষেবা চালুর চার বছরের মধ্যে বন্ধ করতে চলেছে। ব্যবহারকারীদের এ বিষয়ে জানানো হচ্ছে একটি ইমেইলের মাধ্যমে।

তবে কবে গুগলের এই পরিষেবা বন্ধ হতে চলেছে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শুধু শোনা যাচ্ছে হয়তো এই বছরের শেষদিকে বা এই বছরের পর গুগলের ভিপিএন পরিষেবা বন্ধ হতে চলেছে। 

প্রথমে গুগলের এই পরিষেবার খরচ ছিলো মাসে ৯.৯৯ ডলার। এটি ছিল একমাসের সাবস্ক্রিপশনের খরচ। পরে তা কমিয়ে ১.৯৯ ডলার করা হয়।

গুগল ওয়ান- এর ভিপিএন সার্ভিস রয়েছে অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাক এবং উইন্ডোজ সর্বত্র উপলব্ধ। কিন্তু ইউজাররা খরচ কমানোর পরেও গুগলের পরিষেবা সেভাবে ব্যবহার করেননি। আর সেই কারণেই বন্ধ হতে চলেছে গুগল এই পরিষেবা।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।