https://www.brandellaltd.com/

অ্যান্ড্রয়েড ও হার্ডওয়্যার বিভাগ একীভূত করছে গুগল

অ্যান্ড্রয়েড ও হার্ডওয়্যার বিভাগ একীভূত করছে গুগল অ্যান্ড্রয়েড ও হার্ডওয়্যার বিভাগ একীভূত করছে গুগল
 

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই কোম্পানিতে বড় ধরনের পুনর্গঠনের ঘোষণা দিয়েছেন। মূলত এআই উন্নয়নে নিজেদের অবস্থান শক্ত করতেই এই পরিবর্তন।

এর মাধ্যমে কোম্পানির অ্যান্ড্রয়েড ও হার্ডওয়্যার বিভাগকে একীভূত করা হবে। 
গুগলের এই কৌশলগত পরিবর্তনের মূল লক্ষ্য নিজেদের পণ্যজুড়ে এআই ব্যবহার আরও সম্প্রসারণ করা। 

সুন্দর পিচাই জানান, গুগল তার এআই টিমকে এআই গবেষণা ল্যাব ডিপমাইন্ডে স্থানান্তর করবে। এ একীভূতকরণ এআই উন্নয়নে নৈতিক বিবেচনার বিষয়টি নিশ্চিত করতে সাহায্য করবে।

গুগল একটি কেন্দ্রীয় ট্রাস্ট ও সুরক্ষা ইউনিটও তৈরি করছে যা এআইনির্ভর পণ্য বাজারে আনার আগে কঠোরভাবে তা পরীক্ষা ও মূল্যায়ন করার জন্য। 

গুগল মনে করে এ পরিবর্তনগুলো স্পষ্টতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি এআই-বিষয়ক ঝুঁকি কমিয়ে আনবে। 

এদিকে গুগল নতুন প্লাটফর্ম ও ডিভাইস বিভাগ চালু করছে। এটি ডিভাইস, পরিষেবা, প্লাটফর্ম ও অভিজ্ঞতা নিয়ে কাজ করা বর্তমান দলগুলোকে একত্র করেছে।









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।