রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার ও দেশের প্রথম পলিনেশিয়ান থিমড ওয়াটার পার্ক মানা বে পার্টনারশিপ করেছে। ফলে দর্শনার্থীরা পার্কটিতে যাতায়াতে স্বাচ্ছন্দ্যময় ভ্রমণে পাবেন বিশেষ ছাড়।
প্রোমো কোড ব্যবহার করে যাত্রীরা ঢাকা-মানা বে-ঢাকায় পরবর্তী দুটি ইন্টারসিটি রাউন্ড ট্রিপে ছাড় পাবেন। ৪ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টা সময়ে ইন্টারসিটি ট্রিপে ছাড় প্রযোজ্য হবে।
সব যাত্রী দুটি ট্রিপে ছাড় পাবেন। ইন্টারসিটি রাউন্ড ট্রিপ যাত্রীদের জন্য মানা বের প্রবেশ টিকিটে ছাড় মিলবে। যাত্রীরা গাড়ি পার্কিংয়েও ছাড় পাবেন।
ইন্টারসিটি ওয়ান-ওয়ে চালকরা ২০ মিনিটের জন্য গাড়ি পার্কিং ফির ওপর ছাড় পাবেন। অংশীজনের লক্ষ্য যাত্রীদের নিজের বাড়ি থেকে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত পুরো যাত্রাটি সহজ করা।
প্রিমিয়াম ওয়াটার পার্কটি ভ্রমণে সবাইকে উৎসাহিত করে তোলাও এর আরেকটি উদ্দেশ্য। উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেন, নিজেদের সেবামান বাড়াতে উবার সব সময়ই সচেষ্ট; বাংলাদেশের গ্রাহকদের সুবিধাজনক ও সহজলভ্য যাতায়াত ব্যবস্থা প্রদানে দৃঢ়প্রতিজ্ঞ।
ইন্টারসিটি যাত্রীদের সাশ্রয়ী ভাড়ায় মানা বে-তে যাতায়াত ও স্বাচ্ছন্দ্যে সব রাইড উপভোগের সুযোগ করে দেবে। মানা বে ওয়াটার পার্কের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সেলিম খান সুরাত্তি বলেন, উবারের মতো ব্র্যান্ডের সঙ্গে অংশীজন হয়ে গ্রাহকের জন্য এক্সক্লুসিভ প্রমোশনাল অফার করছি। ফলে মানা বে-তে ভ্রমণ হয়ে উঠবে আরও আনন্দময়। ভ্রমণকারীদের সেবা ও সুবিধা প্রদানই প্রধান লক্ষ্য।
০ টি মন্তব্য